Advertisment

বাংলায় উপনির্বাচনে প্রার্থী খুঁজতে নাজেহাল পদ্ম শিবির

এসব নিয়ে না ভেবে প্রচারে জোর দিতে চায় রাজ্য বিজেপি। প্রার্থীদের নাম ঘোষণা হলেই শুরু হয়ে যাবে গেরুয়া প্রচার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কালিয়াগঞ্জের প্রার্থী নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে পারেন মুরলীধর সেন লেনের নেতারা।

উৎসবের মরসুম শেষের পথে। ইতিমধ্যেই রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে কমিশন। তাই দেরি না করে উপনির্বাচনের প্রচারে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। করিমপুর ও খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী নিয়ে বেশ কয়েকপ্রস্থ আলোচনা করেছেন রাজ্য বিজেপির নেতারা। প্রার্থী বেছে সিলমোহরের জন্য পাঠানো হয়েছে দলের কেন্দ্রী কমিটির কাছে। কিন্তু, কালিয়াগঞ্জের প্রার্থী নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে পারেন মুরলীধর সেন লেনের নেতারা।

Advertisment

বিজেপি সূত্রের খবর, নদিয়ার করিমপুর বিধানসভার বিজেপি প্রার্থী করা হতে পারে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে। অন্যদিকে, দলের রাজ্যসভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে প্রেমচাঁদ ঝাঁ-কে। তবে, তাঁর প্রার্থী হওয়ার খবর নিয়ে উত্তর দিতে চাননি রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, 'দলের কেন্দ্রীয় নেতৃত্ব যাঁর নাম চূড়ান্ত করবেন সেই প্রার্থী হবে। দলীয় সৈনিক হিসাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তাই পালন করবো।'

আরও পড়ুন: বেতন নিয়ে আলোচনা করতে যাদবপুরের শিক্ষকদের ডাকলেন রাজ্যপাল

রাজনৈতিক বশ্লেষকদের মতে, খড়গপুর ও নদিয়ায় গত লোকসভায় ভাল ফল করেছে বিজেপি। খড়গপুর লোকসভা থেকে সংসদে গিয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে, রানাঘাট লোকসভার অন্তর্গত করিমপুর থেকেও জয় পেয়েছে পদ্ম শিবির। অ-বাঙালি অধ্যুষিত খড়গপুর সদর ও সীমান্ত ঘেঁসা কেন্দ্র করিমপুরে দলীয় সংগঠনও পোক্ত বিজেপির। তাই এই দুই কেন্দ্রে আগামী কয়েকদিনের মধ্যেই প্রচারে নামতে চাইছে রাজ্য বিজেপি। কিন্তু কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কালিয়াগঞ্জে কেন্দ্র। রায়গঞ্জ লোকসভার রং গেরুয়া হলেও কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপির সংগঠন তেমন পোক্ত নয়। ফলে সমস্যা হচ্ছে প্রার্থী নির্বাচনে। তাই কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী নিয়ে মুখে কুলুপ দিলীপ ঘোষদের।

আরও পড়ুন: দিলীপ ঘোষকে ভাইফোঁটায় কী উপহার দিলেন লকেট?

এসব নিয়ে না ভেবে তাই প্রচারে জোর দিতে চায় রাজ্য বিজেপি। দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'প্রার্থী নির্ধারণ করবে কেন্দ্র। আমাদের কাজ নাম ঘোষণা হলেই প্রচারে নেমে পড়া।' তিন কেন্দ্রে উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই দলের তিন নেতাকে দায়িত্ব দিয়েছে বিজেপি।

রাজ্যের শাসক দল তৃণমূল এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি। অন্যদিকে, জোট করে ভোটে লড়ার কথা কংগ্রেস ও বামেরা। উল্লেখ্য, খড়গপুর ও করিমপুর কেন্দ্রের বিধায়ক পদে রয়েছেন বিজেপির দিলীপ ঘোষ ও তৃণমূলের মহুয়া মৈত্র। কিন্তু গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দু’জনেই সাংসদ পদে নির্বাচিত হয়েছেন। তাই ওই দুই কেন্দ্রে বিধানসভা আসন শূন্য। অন্যদিকে, কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে ওই বিধানসভা আসনও শূন্য রয়েছে। তাই এই তিন কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আগামী ২৫ নভেম্বর করিমপুর, খড়গপুর সদর ও কালিয়াগঞ্জ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা করা হবে আগামী ২৮ নভেম্বর।

Read the full story in English

west bengal politics bjp
Advertisment