scorecardresearch

হাঁসখালি কাণ্ডে টুইটে নিন্দা ধনকড়ের, পাল্টা রাজ্যপালকেই তোপ বিজেপি মুখপাত্রের

‘যাঁরা দায়িত্বে আছেন এবং সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন, তাঁরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই বেআইনি মনোভাব স্বচ্ছ ও স্বাধীন তদন্তকে বিপথগামী করে। কারণ পুলিশও এই পথই অনুসরণ করে।’

bjp spokesperson scoffed bengal governor dhankhar for tweeting about Hanskhali
রাজ্যপাল জগদীপ ধনকড়।

হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। তার মধ্যেই এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের নানা ব্যাখ্য়া হচ্ছে। মঙ্গলবারই হাঁসখালিতে মৃতার বাড়িতে গিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। যান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অন্যন্যা চক্রবর্তী। এইসবের মাঝেই এ দিন দুপুরে হাঁসখালির ঘটনা প্রসঙ্গে টুইট করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী করা মন্তব্যের কড়া সমালোচনা করেন জগদীপ ধনকড়। প্রশ্ন তোলেন নিরপেক্ষ তদন্ত নিয়ে। এরপরই চলতি হাওয়ার বিপথে গিয়ে রাজ্যপালকেই তোপ দাগেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

হাঁসখালি প্রসঙ্গ টেনে এ দিন টুইটে রাজ্যপাল লিখেছেন যে, ‘হাঁসখালিতে লজ্জাজনক ধর্ষণ ও নাবালিকা মৃত্যু নিয়ে ফৌজদারি তদন্তে দাগ লেগেছে। যাঁরা দায়িত্বে আছেন এবং সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন, তাঁরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই বেআইনি মনোভাব স্বচ্ছ ও স্বাধীন তদন্তকে বিপথগামী করে। কারণ পুলিশও এই পথই অনুসরণ করে।’

এরপরই রাজ্যপালের টুইট নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘বাংলার মানুষ আর টুইট দেখতে চাইছেন না। রাজ্যপালের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী। দ্রুত কোনও পদক্ষেপ করুন উনি।’

এই ঘটনায় সোমবারই রাজ্যের মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলবকরেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এর আগে বারংবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। বিঁধেছেন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারকে।

আরও পড়ুন- ‘সম্মতিতে হলেও এটা ধর্ষণ-ই!’ হাঁসখালিতে গিয়ে মমতার উল্টো সুর মহুয়ার

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Bjp spokesperson scoffed bengal governor dhankhar for tweeting about hanskhali