পাঁচ রাজ্যে ভোটে ব্যাপক ধাক্কা খেয়েছে বিজেপি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সুর চড়ালেন দিলীপ ঘোষ। ফের হুমকির রাস্তা নিলেন তিনি। এবার বিজেপি রাজ্য সভাপতির হুমকি পুলিশ কর্মীদের পিঠের চামড়া খুলে নেওয়ার।
বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এক সভায় বক্তব্য রাখার সময়ে পুলিশকর্মীর ‘ইউনিফর্ম খুলে পিঠের চামড়া ছাড়িয়ে নেওয়া’র কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি তথা খড়্গপুরের বিধায়ক। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতি নির্বাচনের সময়ে যে ভাবে গাড়ি উল্টে দেওয়া হয়েছে, তেমনভাবে ‘সকাল সন্ধে গাড়ি উল্টে পুঁতে দেওয়া’র হুমকিও দেন দিলীপ ঘোষ।
এসব প্রসঙ্গই এসেছে বিজেপি-র দল ভাঙানো নিয়ে। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, বিজেপি-র পঞ্চায়েত সমিতি ভাঙার ব্যাপারে পুলিশকে শাসক তৃণমূল কংগ্রেস কাজে লাগাচ্ছে।
মঙ্গলবারের ভাষণে দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূল যদি মনে করে এখানে তৃণমূলের জয় হবে তাহলে তারা ভুল ভাবছে। শুভেন্দু অধিকারী যদি মনে করেন টাকা দিয়ে, ভয় দেখিয়ে, জেলে পুরে, এখানে পঞ্চায়েত সমিতি ভেঙে দেবেন তাহলে ফল ভালো হবে না।’’
মুখ্যমন্ত্রীর সভা করে যাওয়ার সাত দিন পর জগন্নাথ মন্দির সংলগ্ন মাঠে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির ২৫ টি আসনের মধ্যে ১৩ টি বিজেপি এবং ১২টি আসন তৃণমূল কংগ্রেস জয় লাভ করে । পশ্চিম মেদিনীপুরের ২১টি পঞ্চায়েত সমিতির মধ্যে একমাত্র কেশিয়াড়ি তেই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে । বিভিন্ন কারণে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের কাজ স্থগিত রয়েছে ।