scorecardresearch

লোকসভার লক্ষ্যে বিজেপির ভিডিও প্রচার, ‘কংগ্রেস ফাইলস’-এ ইউপিএর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ভিডিও সিরিজের প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে।

BJP_Congress

লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, আর কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ তীব্র করছে বিজেপি। গেরুয়া শিবিরের তরফে ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওয় কংগ্রেসের ৭০ বছরের শাসনে ‘লুঠের ইতিহাস’ তুলে ধরা হয়েছে। বিজেপির দাবি, ৪ লক্ষ ৮২ হাজার ৬৯ কোটি টাকা গত ৭০ বছরের দেশ শাসনের নামে লুঠ করেছে কংগ্রেস। ভিডিও সিরিজ আকারে কংগ্রেসের বিরুদ্ধে ধারাবাহিক প্রচারের আপাতত প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে। যার নাম ‘কাশ্মীর ফাইলস’-এর আদলে দেওয়া হয়েছে ‘কংগ্রেস ফাইলস’।

ভিডিওর শুরুটা হয়েছে বর্তমান কংগ্রেসের দুই মুখ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর মুখচিত্রকে সামনে রেখে। এর মধ্যে প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রাক্তন ব্যাংককর্তা রানা কাপুরের অভিযোগকে সামনে রেখে তৈরি হয়েছে এই ভিডিও। বিজেপির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিও প্রকাশিত হয়েছে। যাতে দাবি করা হয়েছে, কংগ্রেস তাদের জমানায় একের পর এক দুর্নীতি করেছে। গোটা দলটা দুর্নীতির নাগপাশে আগাপাশতলা জড়ানো আছে। সোশ্যাল মিডিয়ায় বিজেপির এই সব দুর্নীতির ফাইল তৈরি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সমর্থকরা। তবে, কংগ্রেস নেতৃত্ব দলের তরফে কোনও প্রতিক্রিয়া জানাননি।

প্রকাশিত ভিডিও ১৮৪ সেকেন্ড দীর্ঘ। সেখানে দুর্নীতির বিরাট অঙ্কের অভিযোগ তুলে বিজেপির দাবি, কংগ্রেস এই অর্থ দেশের নিরাপত্তা আর উন্নয়নের কাজেও লাগাতে পারত। দলের অভিযোগ, কংগ্রেসের জন্য দেশ বিপুল উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ২৪আইএনএস বিক্রান্ত, ৩০০ রাফায়েল জেটস এবং ১,০০০ মঙ্গল মিশনের জন্য ওই অর্থ কংগ্রেস শাসকরা ব্যয় করতে পারত।

আরও পড়ুন- সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে শাহ-রাজ্যপাল আলোচনা, অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র

এই প্রকাশিত ভিডিওয় বিজেপি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ শাসনকালকে কংগ্রেস ‘হারানো দশক’ বলে দাবি করেছে। এই ‘হারানো দশক’ শব্দটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তৃতার সময় ব্যবহার করেছিলেন। বিজেপি ভিডিওয় অভিযোগ করেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর সময়কালে চলা দুর্নীতির ব্যাপারে হাত গুটিয়ে ছিলেন। চোখ বন্ধ করে সব সহ্য করেছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Bjp targets corruption of congress in video campaign