পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী ১৪০ টিরও বেশি 'পাবলিক ইভেন্টে' অংশ নেবেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ৪ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত 'গাঁও চলো' অভিযান নামে একটি প্রচার চালাবে। এই অভিযান উপলক্ষ্যে ভারতের সাত লক্ষ গ্রামে এবং সমস্ত শহরের বুথে অন্তত একজন দলীয় কর্মী উপস্থিত থাকবেন। যাতে ভোটারদের উন্নয়নমূলক কাজ এবং সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে জানানো যায়। সূত্রের খবর, গ্রামবাসীদের সঙ্গে রাম মন্দির নির্মাণ নিয়েও আলোচনা করবেন দলীয় কর্মীরা। বিজেপি সূত্র আরও জানিয়েছে যে প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে সারা দেশে ১৪০ টিরও বেশি জনসাধারণের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
রাম মন্দিরের পর বিজেপির মেগা প্ল্যান, প্রধানমন্ত্রী মোদীর ১৪০টি সমাবেশ, লক্ষ্য নির্ধারণ-
রাম মন্দির উদ্বোধনের পর ভারতীয় জনতা পার্টি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চলেছে। এ জন্য বিজেপি একটি মেগা প্যানিং তৈরি করেছে। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ১৪০ টিরও বেশি সমাবেশে অংশ নিতে পারেন।
বিজেপি সূত্রে জানা গেছে, রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের পর লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাবেশ, জনসভা ও রোড শো আয়োজন করবেন। এই সময়, প্রধানমন্ত্রী মোদী ১৪০ টির বেশি সংসদীয় নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দলের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
গাঁও চলো ক্যাম্পেইনের আওতায় প্রতিটি বুথে দলকে প্রায় ৫১ শতাংশ ভোট পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০১৯ সালের নির্বাচনে যদি এই লক্ষ্যমাত্রা অর্জিত হয় তবে এবার তা আরও এগিয়ে নিতে হবে এমনটাই লক্ষ্য সামনে রাখা হয়েছে। অভিযান শেষ হবে ১১ ফেব্রুয়ারি।