scorecardresearch

রাজস্থানে নয়া মোড়, গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির

শুক্রবার রাজস্থানে কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে এদিন জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া।

rajasthan politicals crisis, রাজস্থান
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মরুরাজ্য়ের রাজনীতিতে নয়া মোড়। এবার অশোক গেহলটের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি। শুক্রবার রাজস্থানে কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে এদিন জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া। এদিন জয়পুরে বিজেপির পরিষদীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে কাটারিয়া বলেন, ”করোনাভাইরাসের প্রকোপ ক্রমশ বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সরকার ফেলে দেওয়ার চক্রান্তের অভিযোগে যাঁদের এসওজি গ্রেফতার করেছে, তাঁদের সঙ্গে বিজেপিকে জড়ানোর চেষ্টা হচ্ছে কিন্তু সরকার ব্য়র্থ। এ সব ইস্য়ু প্রস্তাবে রাখব”। উল্লেখ্য়, শুক্রবার থেকে রাজস্থান বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু হচ্ছে।

আরও পড়ুন: বিদ্রোহে ইতি পাইলটের? ‘প্রতিহিংসার রাজনীতি করা ঠিক নয়’, জয়পুর ফিরে বললেন শচিন

কাটারিয়া আরও বলেছেন, কংগ্রেসে রাজনৈতিক সংকট মিটলেও, দলের মধ্য়ে সবকিছু ভাল নেই, দলের এক পক্ষ পূর্ব দিকে তো আরেক পক্ষ পশ্চিম দিকে।

প্রসঙ্গত, গেহলট বনাম পাইলট দ্বন্দ্বে গত প্রায় ১ মাস ধরে রাজস্থান কংগ্রেসে অচলাবস্থা চলতে থাকে। সম্প্রতি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে শচিন পাইলটের বৈঠকের পর রাজস্থান কংগ্রেসে সংঘাত মেটার আবহ তৈরি হয়েছে। দিল্লি থেকে বিধায়কদের নিয়ে জয়পুরে ফিরে বিদ্রোহে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন পাইলট। ঠিক এই প্রেক্ষাপটে গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে মরুরাজ্য়ের রাজনীতিতে নয়া মোড় ঘোরালো বিজেপি, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Bjp to move no confidence motion against ashok gehlot govt tomorrow