Advertisment

তৃণমূলে বড় ভাঙন, দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদ দখলের পথে বিজেপি

বিজেপির রাজ্যে পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় দাবি করেন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ জন সদস্য়ের মধ্য়ে এদিন ১০ জন যোগ দিলেন। বাকি ৪ জন বিশেষ কারণে আসতে পারেননি, তাঁরাও পরে বিজেপিতে যোগ দেবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC to BJP

বিজেপি দফতরে চলছে যোগদান।

তৃণমূলে বিরাট ভাঙন। রাজ্যে এই প্রথম জেলা পরিষদ দখল করতে চলেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের ১০ জন জেলা পরিষদ সদস্য সোমবার দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন। এরপরই 'প্রত্যয়ী' মুকুল রায় বলেন, "দলবদলের সপ্তম দফার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর কোনও অস্তিত্ব থাকবে না"। বিজেপির রাজ্যে পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় দাবি করেন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ জন সদস্য়ের মধ্য়ে এদিন ১০ জন যোগ দিলেন। বাকি ৪ জন বিশেষ কারণে আসতে পারেননি, তাঁরাও পরে বিজেপিতে যোগ দেবেন। এদিন পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছেন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মিত্র।

Advertisment

আলিপুরদুয়ারের কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রমারিও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। চম্প্রমারির এদিন জানান, তৃণমূলে দুর্নীতি আছে, তাই বিজেপিতে যোগ দিয়েছেন। বিজয়বর্গীয়র দাবি, ৭ দফার দলবদলের এটা প্রথম দফার 'এক্সটেনশন' চলছে। বিজেপির দিল্লির সদর দফতরের এই দলবদলে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুন- সংসদে ধর্নায় তৃণমূল সাংসদরা

উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। এর ফলে তৃণমূলের আসন কমেছে অনেকটাই। দক্ষিণ দিনাজপুরেও পরাজয় স্বীকার করতে হয়েছে ঘাসফুল শিবিরকে। এরপরই দলীয় সংগঠনে ব্যাপক রদবদল ঘটিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রদবদলের অংশ হিসাবেই দক্ষিণ দিনাজপুরে জেলা সভাপতি পদ থেকে সরানো হয় বিপ্লব মিত্রকে। তাঁর পদে নিয়ে আসা হয় একদা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে। অর্পিতা এবার ওই জেলার বালুরঘাট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন।

Mamata Banerjee mukul roy All India Trinamool Congress bjp
Advertisment