Advertisment

‘বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠ‍াকুরের জন্মস্থান’! বিজেপির টুইটে শোরগোল, টিপ্পনী তৃণমূলের

‘বহিরাগতদের বাংলায় আসার আগে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জেনে আসা উচিত’।

author-image
IE Bangla Web Desk
New Update
বিজেপি রবীন্দ্রনাথ টুইটার নাড্ডা, bjp tweet on rabindranath tagore

‘বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান: শ্রী জে পি নাড্ডা’।

একুশের মহাযুদ্ধের মুখে বঙ্গ রাজনীতিতে কতই না রঙ্গ! বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠ‍াকুরের জন্মস্থান! খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আর একে হাতিয়ার করে মাঠে নামতে একটুও দেরি করেনি তৃণমূল শিবির। ফের ‘বহিরাগত’ বলে কটাক্ষ ছুড়ে দিল মমতা বাহিনী।

Advertisment

উল্লেখ্য়, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বুধবার ফের বাংলায় পা রেখেছেন জে পি নাড্ডা। এদিন একাধিক কর্মসূচি করেন তিনি। জে পি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির টুইটার হ্য়ান্ডেল থেকে একটি টুইটে লেখা হয়, ‘বিশ্বভারতী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান: শ্রী জে পি নাড্ডা’। (বানান অপরিবর্তিত) আর এতেই বিতর্কের সূত্রপাত। বাক্য়ের শব্দচয়ন ও বিশ্বকবির জন্মস্থান নিয়ে বিজেপির এহেন টুইট ঘিরে শোরগোল পড়ে সমাজিক মাধ্য়মেও।

আরও পড়ুন: ‘মমতার আর এক নাম অসহিষ্ণুতা’, কটাক্ষ নাড্ডার

এই টুইট প্রকাশ্য়ে আসতেই বিজেপিকে বিঁধতে আসরে নামে তৃণমূল। মমতার দলের তরফে টুইটে লেখা হয়, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জোড়াসাঁকোতে জন্ম গ্রহণ করেছিলেন এবং তার ৬০ বছর পরে ১৯২১ সালে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বহিরাগতদের বাংলায় আসার আগে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জেনে আসা উচিত’। (বানান অপরিবর্তিত)

প্রসঙ্গত, একুশের বাংলায় আরেক পরিবর্তন আনতে মরিয়া গেরুয়া শিবির। এদিকে, ক্ষমতা ধরে রাখতে ঝাঁপিয়ে পড়েছে মমতা ব্রিগেডও। বাংলার সংস্কৃতি সম্পর্কে বিজেপি নেতারা অবগত নন বলে প্রায়শই কটাক্ষ করে তৃণমূল শিবির। ‘বহিরাগত’ তকমা দিয়ে আক্রমণও শানাচ্ছে তৃণমূল শিবির। এই আবহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে যে ‘বিভ্রাট’ হল বিজেপির তরফে এবং তা নিয়ে যে কটাক্ষ ছুড়ে দিল শাসক শিবির, তাতে রাজনৈতিক চাপানউতোর নয়া মাত্রা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp tmc
Advertisment