Advertisment

বিজেপির ‘বিজয় সংকল্প’ যাত্রা ঘিরে ধুন্ধুমার

উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় এলাকায় বাইক মিছিল করতে বিজেপিকে অনুমতি দেয়নি প্রশাসন। একথাই পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে মিছিল আটকানোয় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি

৩০০ জনেরও বেশি বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

বিজেপির ‘বিজয় সংকল্প’ যাত্রা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল। রবিবার পদ্মবাহিনীর এই কর্মসূচি ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির খবর মিলেছে। ৩০০ জনেরও বেশি বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisment

উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় এলাকায় বাইক মিছিল করতে বিজেপিকে অনুমতি দেয়নি প্রশাসন। একথাই পুলিশের তরফে জানানো হয়েছে। এদিকে মিছিল আটকানোয় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান বিজেপি কর্মীরা। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও বাধে।

আরও পড়ুন, মমতার গলায় পাকিস্তানের সুর: বিজেপি

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এ ঘটনা ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও বিজেপি কর্মী জখম হয়েছে বলে জানা গিয়েছে।

পশ্চিম মেদিনীপুরের মতো আসানসোলেও বিজেপির ‘বিজয় সংকল্প’ যাত্রা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠি চালায় পুলিশ। এলাকায় র‌্যাফ মোতায়েন করা হয়। কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। এ ঘটনায় ১০ জন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আরামবাগেও বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে বলে খবর।

অন্যদিকে, জেলার পাশাপাশি কলকাতাতেও বিজেপির ‘বিজয় সংকল্প’ যাত্রা ঘিরে উত্তেজনা ছড়ায়। শহরে বেশ কয়েকটি মিছিল আটকায় পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউতেও মিছিল আটকায় পুলিশ।

Read the full story in English

bjp
Advertisment