Advertisment

শরদ পাওয়ারের ব্যাপারে গোপন অভিসন্ধি বিজেপির, ফাঁস করলেন কংগ্রেস নেতা

শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে অবশ্য জল্পনা উড়িয়ে দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sharad Pawar

শরদ পাওয়ার

বুধবার মহারাষ্ট্র কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সামনে একটি শর্ত রেখেছেন। তা হল, যদি অজিত পাওয়ার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চান, তবে তাঁকে শরদ পাওয়ারকেও বিজেপির সঙ্গে জোটে নিয়ে আসতে হবে। যদিও, শরদ পাওয়ারের মেয়ে তথা এনসিপি নেতা সুপ্রিয়া সুলে এই ধরনের কোনও শর্তের কথা জানেন না-বলেই দাবি করেছেন। সুলে জানিয়েছেন, শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি বিজেপির থেকে কোনও প্রস্তাব পাননি। পাওয়ারের জোটবদলের খবর অস্বীকার করেছে শিবসেনা (ইউবিটি)ও।

Advertisment

তবে, ওয়াদেত্তিওয়ারের কোনও রাখঢাক নেই। তিনি টেলিভিশনে সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী অজিত পাওয়ারকে নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি (অজিত পাওয়ার) যদি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তবে তাঁর উচিত হবে শরদ পাওয়ারকেও নিজের সঙ্গে নেওয়া। আর, সেই কারণেই অজিত পাওয়ার বারবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে মরিয়া হয়ে সঙ্গে থাকার অনুরোধ করছেন।' বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই প্রসঙ্গে সুলে বলেন, 'আমার এই সব সম্পর্কে কোনও ধারণা নেই। আমি আমার নির্বাচনী এলাকার কাজ নিয়ে খুব ব্যস্ত। পাওয়ার সাহেব ইতিমধ্যেই এমন দাবির জবাব দিয়েছেন। তিনি ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলেছেন। তিনি স্বাধীন, নিজেকে রক্ষা করতে সক্ষম।'

শরদ পাওয়ারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিজেপির প্রচেষ্টার ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, সুলে বলেন, 'আমার নেতা (শরদ পাওয়ার) যা বলেন, তা-ই হল আমার প্রতিক্রিয়া।' বিজেপির এই ধরনের প্রস্তাবে তিনি খুশি কি না জানতে চাইলে সুলে বলেন, 'আমি বিষয়টি সম্পর্কে উদাসীন। কারণ, কেউ আমাকে কোনও প্রস্তাবই দেয়নি।' বিজেপি যদি তাঁকে প্রস্তাব দেয়, তবে তিনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন? জানতে চাওয়া হলে সুলে বলেন, 'আমি অনুমানমূলক প্রশ্নে প্রতিক্রিয়া জানাই না। আমি বাস্তব জগতে বাস করি।' সুলে যখন এই কথা জানিয়েছেন, সেই সময় অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির নেতা সুনীল তাটকরে কংগ্রেস নেতার দাবিগুলোকে 'হাস্যকর' বলে উড়িয়ে দিয়েছেন। সুনীল তাটকরে বলেন, 'দুই নেতা (শরদ ও অজিত পাওয়ার) কী আলোচনা করেছেন, তা নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ, এটি তাঁদের পারিবারিক বিষয়। আমরা যখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলাম, তখন তারা (বিজেপি) বা আমরা কোনও শর্ত রাখিনি। আমরা দেশ ও রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে হাত মিলিয়েছি।'

আরও পড়ুন- বিদ্রোহের আগুনে জ্বলেছিল মিজোরাম, কীভাবে দমন করেছিল ভারতীয় সেনা?

sfপ্রবীণ কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বান দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'কয়েকদিন আগে আমি বলেছিলাম যে শরদ পাওয়ারকে বিজেপি মন্ত্রিপরিষদ পদের প্রস্তাব দিচ্ছে। এটা আমার সূত্র থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে জানিয়েছিলাম। যদিও আমি এটি যাচাই করে দেখিনি।' শিবসেনা (ইউবিটি)-এর প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, 'শরদ পাওয়ারকে প্রস্তাব দেওয়ার জন্য অজিত পাওয়ার কে? সে কেউ নয়। সে এমন কোনও প্রস্তাব দিতে সাহস পাবে না।'

NCP Chief CONGRESS bjp
Advertisment