”জনসংযোগ নয়, তোলা সংযোগে নামবে তৃণমূল”, নয়া সরকারের বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাকে এভাবেই বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একুশে রাজ্যে নতুন সরকার আসার পর এক বছর পূর্ণ হতে চলেছে। নয়া সরকারের এক বছর পূর্তি অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে পালন করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”উচ্চ মাধ্যমিক শেষ হলে ২ মে নতুন সরকারের এক বছর। ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত জনসংযোগ হবে।” সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে যেতেই তৃণমূল সুপ্রিমোর এই পরিকল্পনা। দলের নেতা-কর্মীদের এদিন সেই পরামর্শই দিয়েছেন তৃণমূলনেত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রার ঘোষণাকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপকতি। সুকান্ত মজুমদারের কথায়, ”জনসংযোগ নয়, তোলা সংযোগে নামবে তৃণমূল।”
আরও পড়ুন- ‘বিধানসভাকে স্কুল মনে করুন’, বিধায়কদের কড়া বার্তা মমতার
এরই পাশাপাশি আবারও সদ্য সমাপ্ত পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সুকান্তের নিশানায় জোড়াফুল। এপ্রসঙ্গে সুকান্ত এদিন বলেন, ”পুরভোটে কী হয়েছে সবাই দেখেছে। পুরভোটে বিদায়ী তৃণমূল কাউন্সিরের মেয়ের ভোটও পড়ে গিয়েছে। বাংলায় অর্থনৈতিক উন্নতি অবরুদ্ধ।”
দিন কয়েক আগে বারণসী থেকে বিমানে কলকাতায় ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট নিয়ে শোরগোল পড়ে যায়। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, তাঁর বিমানের সামনে অন্য একটি বিমামন চলে আসে। তাই বিপত্তি ঘটে। পাইলটের দক্ষতায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলেও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান-বিভ্রাট নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যারও সমালোচনা করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা। তাঁর কথায়, ”হঠাৎ করে বিমান নেমে আসা চিন্তাজনক হলেও প্রমাণ নেই। আবাহওয়া খারাপের ঘটনাকেই উল্লেখ করা হচ্ছে।”