/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-259.jpg)
রেকর্ড সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়বে বিজেপি, দলীয় কর্মীদের বিরাট বার্তা মোদীর
রেকর্ড সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়বে বিজেপি, দলীয় কর্মীদের বিরাট বার্তা মোদীর। বুধবার তারকাখচিত প্রচারের পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার কর্ণাটকের প্রায় ৫০ লক্ষ বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেছেন। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এক বিরাট বার্তা দিয়েছেন। মোদী বলেছেন, ‘রেকর্ড সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়বে বিজেপি’। কর্ণাটক বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে আসন্ন ২৪-এর লোকসভা নির্বাচনে জয়ের ব্যপারে আশাবাদী বিজেপি। এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আজ বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে, ব্যাঙ্গালুরুতে একটি জনসভায় ভাষণ দেবেন।
শীঘ্রইকর্ণাটকসফরকরবেন: বিজেপিকর্মীদেরউদ্দেশেপ্রধানমন্ত্রীমোদী
বিজেপি কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, "রাজ্যের জনগণের আশীর্বাদ নিতে আমি কয়েক দিনের মধ্যে কর্ণাটক সফর করব। রাজ্যে ভোট প্রচারের আসা বিজেপি নেতৃত্ব আমাকে জানিয়েছেন রাজ্যের মানুষ দু’হাত ভরে তাদের আর্শীবাদ করেছেন। এটা বিজেপির প্রতি মানুষের আস্থা।"
I will visit Karnataka in a couple of days to receive the blessings of the people of the state. BJP leaders who have campaigned in the state have said that they received a lot of affection from the people there. This shows people's confidence in BJP: PM Modi during his… pic.twitter.com/VFjznN6IF0
— ANI (@ANI) April 27, 2023
এদিকে ‘উস্কানিমূলক বক্তব্যে’র অভিযোগ, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেই FIR, বিরাট ফাঁপরে অমিত শাহ। FIR দায়ের করল কংগ্রেস। সামনেই কর্ণাটক নির্বাচন। ক্ষমতায় আসার মরিয়া চেষ্টা সব রাজনৈতিক দলেরই। একই সঙ্গে রাজনৈতিক দলগুলি একে অপরের প্রতি নির্বাচনের ময়দানে লড়াইয়ে নামতে নানান পন্থা অবলম্বন করছেন। আসন্ন নির্বাচনী প্রচারে ‘উস্কানিমূলক বক্তব্যর অভিযোগ উঠেছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। কর্ণাটকে অমিত শাহের বিরুদ্ধে মামলা করেছেন কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, পরমেশ্বর এবং ডি কে শিবকুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে "উস্কানিমূলক বক্তব্য, ঘৃণা প্রচার এবং বিরোধীদের অপমান" করার অভিযোগে এফআইআর দায়ের করেছেন।
কংগ্রেস নেতারা বলেছেন যে উস্কানিমূলক বিবৃতি দেওয়ার পাশাপাশি, অমিত শাহ মানুষের মধ্যে শত্রুতা এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন। শাহের বিরুদ্ধে মানহানিরও অভিযোগ আনা হয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, ডঃ পরমেশ্বরা এবং ডি কে শিবকুমার থানায় পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। শাহের বিরুদ্ধে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা, ডাঃ পরমেশ্বর এবং ডি কে শিবকুমার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমাবেশের আয়োজকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য একটি পুলিশ অভিযোগ দায়ের করেছেন।
‘কংগ্রেস ক্ষমতায় এলে’… শাহের ‘দাঙ্গার’ উদ্ধৃতি উল্লেখ করে কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার বলেছেন, " পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। একজন সাধারণ মানুষ এটা করলে তাকে গ্রেফতার করা যেত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না কংগ্রেস ক্ষমতায় এলে সাম্প্রদায়িক দাঙ্গা হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির তারকা প্রচারক নন।" জাতীয় কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। সেখানে অভিযোগ দায়ের করার পরে, আমরা এখানে এসেছি,”। সিনিয়র কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, “আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাই গ্রাউন্ডস থানায় এসেছি। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি।