রাজ্যের পাঁচপ্রান্ত থেকে পাঁচটি রথযাত্রা দিয়ে ভোটের প্রচার শুরু করতে চায় বিজেপি। বঙ্গ বিজেপির এই 'পরিবর্তন যাত্রা'র অনুমতি পেতে নবান্নের দ্বারস্থ গেরুয়া শিবির। মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতে চেয়ে আবেদন করেছেন মুরলিধর সেন লেনের নেতৃত্ব। সোমবার সংবাদমাধ্যমকে এমনটাই জানান বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষে রাজ্য আসতে পারেন জেপি নাড্ডা। তাঁর হাত দিয়েই নবদ্বীপ থেকে একটি যাত্রা শুরু করতে মরিয়া বিজেপির বঙ্গ ব্রিগেড। চলতি মাসের ৮ কিংবা ৯ তারিখ রাজ্যে আসবেন অমিত শাহ। তিনি কোচবিহার থেকে দ্বিতীয় যাত্রার শুরু করতে পারেন। তাই কেন্দ্রীয় নেতাদের হাত দিয়ে রথের রশি টানাতে প্রস্তুতি তুঙ্গে বঙ্গ বিজেপির অন্দরে। জানা গিয়েছে, রাজ্যের ২৯৪টি আসন ছুঁয়ে যাবে রথের চাকা।
ইতিমধ্যে রাজ্যকে পাঁচটি সাংগঠনিক জোনে ভেঙে প্রাক-ভোট প্রস্তুতি শুরু করেছে বিজেপি। কলকাতা, নবদ্বীপ, রাঢ় বঙ্গ, মেদিনীপুর এবং উত্তরবঙ্গ, এই পাঁচটি জোনের পৃথক পাঁচ জন পর্যবেক্ষক নিয়োগ হয়েছে। আর সেই পাঁচ জোন থেকেই গড়াবে রথের চাকা। এমনটাই জানান প্রতাপ বন্দ্যোপাধ্যায়।