Advertisment

West Bengal Election 2021: ‘রাজ্যের ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি', নয়া ঘোষণা নাড্ডার

নাড্ডা বলেন, ‘রাজ্যের ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি। রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স থাকবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নির্বাচনী বাংলায় এসে ফের 'সোনার বাংলা' গড়ার ডাক দিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন হেস্টিংসে বিজেপি কার্যালয়ে 'লক্ষ্য সোনার বাংলা' পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘বিজেপির লক্ষ্য সোনার বাংলা। বাংলার গৌরবময় ইতিহাস পুনরুদ্ধারই লক্ষ্য। বাংলার মনীষীদের দর্শনে সোনার বাংলা গড়ে তুলতে চাই।’

Advertisment

শুধু তাই নয়, বাংলার মানুষের পরামর্শ নিয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি। নাড্ডা বলেন, ‘রাজ্যের ২ কোটি মানুষের পরামর্শ নেবে বিজেপি। রাজ্যজুড়ে ৩০ হাজার সাজেশন বক্স থাকবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে থাকবে সাজেশন বক্স। মিসড কল করেও দেওয়া যাবে পরামর্শ। ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে ক্যাম্পেন।’ এছাড়াও, পরিবর্তন যাত্রার রথের আদলে আদলে ঘোরানো হবে ‘এলইডি ডিসপ্লে ভ্যান’। যা পরিকল্পনা তাতে এলইডি-র মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা চলবে রথে। তা ছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারও চলবে।

রাজ্য বিজেপি-র প্রধান নির্বাচনী কার্যালয় থেকে সেই ‘এলইডি রথ’-যাত্রার প্রতীকী সূচনা করেন। এই এলইডি ভ্যানগুলিতে থাকবে একটি করে ‘সাজেশন বক্স’। সাধারণ মানুষ কেমন বাংলা চান, কোন কোন স্থানীয় সমস্যার সমাধান চান তা ওই বাক্সে লিখিত ভাবে পরামর্শ দিতে পারেন। প্রতিটি রথে ভাল ভিডিয়ো তোলার মতো ফোন ও ট্যাব রাখা থাকবে। সেই সব লিখিত ও বক্তব্য আকারে মেলা পরামর্শ পাঠানো হবে রাজ্য নেতৃত্বকে। বিজেপি-র দাবি সেই সব পরামর্শের ভিত্তিতেই তৈরি হবে বিধানসভা নির্বাচনের ইস্তাহার।

নাড্ডা এও জানান, ‘সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিও বাংলায় চালু হবে। বাংলার ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবেন। বাংলার কৃষকরা এককালীন ১৪ হাজার টাকা পাবেন। মাওবাদী তৎপরতা বন্ধ করাও আমাদের অন্যতম লক্ষ্য। কয়লা পাচার বন্ধ করা হবে। কাটমানি থেকে বাঁচিয়ে চা বাগানের উন্নয়ন করতে হবে।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp JP Nadda West Bengal Polls 2021
Advertisment