পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন। আর তার আগেই আদানি ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে বিরোধী জোট। এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আবারও ঐক্যবদ্ধ বিরোধীজোটের ওপর জোর দিয়েছেন এবং কংগ্রেসকে সঙ্গে নিয়েই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়াই করার আহ্বান জানিয়েছেন।
সিপিআই-এম-এর ১১ তম সাধারণ অধিবেশনে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, 'আমি চাই কংগ্রেস এই বিষয়ে শীঘ্রই একটি সিদ্ধান্ত নেবে। কংগ্রেস যদি আমার পরামর্শ গ্রহণ করে এবং একসঙ্গে লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামে তাহলে বিজেপি ১০০টি আসনও পাবে না। তিনি আরও বলেন, “আমি কংগ্রেসের সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”।
বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেন, 'দেশে এই সময়ে বিজেপির বিরুদ্ধে কথা বললে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অভিযান চালানো হয় বা জেলে পাঠানো হয়, তেজস্বী আরও বলেন, 'আপনারা সবাই দেশের সংবিধান বাঁচাতে লড়াই করছেন। আমি এই জন্য আপনাকে ধন্যবাদ দিতে চাই”।
আরও পড়ুন: < ‘বাজেট তৈরিতে ব্যস্ত, আরও সময় চাই’, সুকৌশলে সিবিআই হাজিরা এড়ালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী >
নীতীশ কুমার বলেন, 'আমার প্রধানমন্ত্রী হওয়ার কোন ইচ্ছা নেই। আমি আমার দলের কর্মীদেরও আমার প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে স্লোগান দিতে নিষেধ করি। উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও প্রধানমন্ত্রী না হওয়ার নীতীশের এই ইচ্ছাকে সমর্থন করেন। তিনি বলেন 'আমাদের প্রবীণ নেতার ফোকাস আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের একত্রিত করার দিকে। নীতীশ কুমার আমাদের মুখ্যমন্ত্রী এবং আমরা তাঁর নির্দেশেই কাজ করছি। এই মুহূর্তে তাদের একমাত্র এজেন্ডা পুরো বিরোধী শক্তিকে একজোট করা। এছাড়া তাঁর এখনই প্রধানমন্ত্রী হওয়ার কোন ইচ্ছা নেই তার।