রাজনৈতিক হিংসায় এখনও থমথমে সন্দেশখালি। সেই রেশ থাকতে থাকতেই আবারও বাংলায় রাজনৈতিক কর্মী খুনের অভিযোগ উঠল। হাওড়ার আমতায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বিজেপি কর্মী সমতুল দোলুই (৪০) হাওড়ার আমতার চালুনিয়া গ্রামের বাসিন্দা। ইতিমধ্যেই এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনা প্রসঙ্গে হাওড়া জেলা বিজেপি সভাপতি অনুপম মালিক বলেন, ‘‘আমরা গোটা ঘটনা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সমতুলকে নৃশংস ভাবে খুন করা হয়েছে’’। খুনের প্রতিবাদে আমতা রোডে দেহ রেখে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন নিহতের পরিজনরা। একইসঙ্গে এ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।
আরও পড়ুন: “তৃণমূল করি, মমতাকে নিয়ে গান লিখেছি, তবু দাদাকে কেন খুন করল তৃণমূল”?
সূত্রের খবর, রবিবার ওই এলাকায় দোলুইয়ের দোকানের কাছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানে সমতুলকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শোনা গিয়েছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক আত্মীয়ের দাবি, ‘‘অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকবার ও জয় শ্রী রাম ধ্বনি দেয়, যা তৃণমূল কর্মীরা ভাল চোখে দেখেনি। তৃণমূল কর্মীরাই ওই অনুষ্ঠানের আয়োজক ছিল। এর কিছুক্ষণ পরেই দোলুইয়ের কোনও খোঁজ পাওয়া যায় না। পরের দিন সকালে দোকানের পিছন থেকে ওকে উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে, তৃণমূল কর্মীরাই ওকে খুন করেছে’’।
এ ঘটনা প্রসঙ্গে নিহতের বড় দাদা ভাস্কর বলেন, ‘‘আমার ভাই বিজেপি কর্মী ছিল। তৃণমূল সমর্থকরা ওকে খুন করেছে। প্রথমে ওকে মদ্যপান করায়, তারপর পিটিয়ে মারা হয়’’। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা সম্ভব। তদন্ত শুরু হয়েছে’’।
অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। এক তৃণমূল নেতা বলেন, ‘‘ব্যক্তিগত শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই’’।
Read the full story in English