Anubrata Mondal: ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় রমরমিয়ে আয়োজিত হয়েছিল যোগদান মেলা। আর সেই মেলায় দলে-দলে এসে যোগ দিয়েছেন বিক্ষুব্ধ বা বেসুরো তৃণমূল নেতা-কর্মীরা। ভোটের ফল ঘোষণার পরেও জেলায় জেলায় আয়োজিত হচ্ছে যোগদান মেলা। এবার সেই মেলায় উল্টো পথে হেঁটে দলে দলে যোগ দিচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার এমন এক ঘটনার সাক্ষী থাকল বীরভূমের ইলামবাজার। সেখানে করোনা বিধি তোয়াক্কা না করেই ঢাকঢোল পিটিয়ে চলছে দলবদল।
তবে অনুব্রতের জেলার ইলামবাজারে দলবদলের আগে ‘ভাইরাসমুক্ত’ করতে বিজেপি কর্মীদের গায়ে ছেটানো হচ্ছে স্যানিটাইজার। সূত্রের খবর, বিজেপি ভাইরাসমুক্ত করতে এভাবেই শুদ্ধ করে তৃণমূলে নেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। এর আগে বীরভূমের লাভপুরে তৃণমূলে যোগের আগে টোটো নিয়ে প্রচার করেছেন বিজেপি কর্মীরা। তাঁরা এলাকায় ঘোষণা করেছেন, বিজেপি করে অন্যায় করেছেন। তারপরেই তৃণমূলের পতাকা হাতে পেয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, বোলপুর বিধানসভার ইলামবাজারে এদিন ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন যারা যোগ দিয়েছেন, তাঁদের অধিকাংশ ছিলেন মহিলা মোর্চার কর্মী-সমর্থক। তাঁদের দলবদলের প্রচার করতে করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মঞ্চ বেঁধে চলেছে এই অনুষ্ঠান। সেখানেই একটা যন্ত্র দিয়ে স্যানিটাইজার ছিটিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের শাসক দলে নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ইলামবাজার তৃণমূলে নেতা দুলাল রায় বলেন, ‘যাঁরা বিজেপি-তে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে ভাইরাস ছিল। তাই দলে নেওয়ার আগে ওঁদের ভাইরাস মুক্ত করার লক্ষ্যে স্যানিটাইজ করা হল। এর পরেই ওই বিজেপি কর্মীদের দলে নেওয়া হয়েছে।’ এর আগেও রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের গঙ্গা জল দিয়ে ‘শুদ্ধ’ করে তৃণমূলে ফেরানো হয়েছে। কোথাও আবার বিজেপি কর্মীকে মাথা মুড়িয়ে ‘প্রায়শ্চিত্ত’ করিয়ে দলে নেয় তৃণমূল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন