আসানসোল পুরনিগমের ভুয়ো ছবি সোশাল মিডিয়ায় ভাইরালের অভিযোগে গ্রেফতার বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়। এই ঘটনাকে কন্দ্র করে শনিবার আসানসোল শহর উত্তপ্ত হয়ে ওঠে। এদিন আসানসোলে পুলিশ কমিশনারের অফিসের সামনে মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বিক্ষোভ চলে। সৌমিত্রকে গ্রেফতার করে পুলিশ।
কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় আসানসোল পুরনিগমের সদর দফতরের বিভিন্ন ভাষায় লেখা বোর্ড ভাইরাল হতে দেখা যায়। যেখানে বাংলা ভাষাকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় ৷ পুর কতৃপক্ষের দাবি, আগে থেকেই পুরনিগমে বাংলা ভাষায় বোর্ড লেখা আছে ৷ এরপরেই আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় ৷ পুলিশ তদন্তে নেমে বাপ্পা চট্টোপাধ্যায়কে শুক্রবার রাতে গ্রেপ্তার করে ৷
আসানসোল পুরসভার মেয়র জীতেন্দ্র তেওয়ারী বলেন, "পুরসভায় সব ভাষায় লেখা বোর্ড রয়েছে। পুরভবনের ছবি ক্রপ করে ছবি ভাইরাল করা হয়েছে। এর আগে আসানসোলে ধর্ম ও জাতিগত অশান্তি করার চেষ্টা হয়েছে। এবার ভাষাগত বিভেদ তৈরির করার চেষ্টা করা হচ্ছে। এখানে সমস্ত ভাষাভাষী মানুষ শান্তিতে থাকেন। তাতে ফাটল ধরানোর চেষ্টা করছে বিজেপির আইটি সেল। এই বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।"
সংগঠনের রাজ্য নেতা বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেফতারের খবর শুনেই এদিন আসানসোলে যান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কর্মী-সমর্থকদের নিয়ে পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাঁকে গ্রেফতার করে পিআর বন্ডে ছেড়ে দেয় পুলিশ। যুব মোর্চার রাজ্য নেতার গ্রেফতারের প্রতিবাদে আগামী সোমবার রাজ্যব্যপী থানায় থানায় স্মারকলিপি ও পথ অবরোধ কর্মসূচি নিয়েছে যুব মোর্চা। থানায় গিয়ে সৌমিত্র খাঁ কথা বলেন বাপ্পার সঙ্গে।
এদিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সৌমিত্র খাঁ বলেন, "এটা এমন কিছু বিষয় নয়। আসানসোল কর্পোরেশনে তিনটে ভাষায় লেখা বোর্ড ছিল, সেই বোর্ডে কেন বাংলা ভাষায় লেখা নেই তা নিয়ে সোশাল মিডিয়ায় পোষ্ট করে একটি সংগঠনের কাছে জানতে চেয়েছিল বাপ্পা। ওকে গ্রেফতার করে যুব মোর্চার সদস্যদের ভয় পাইয়ে দিতে চাইছে পুলিশ। তৃণমূল কংগ্রেস কিছু করলে গ্রেফতার হয় না, বিজেপি করলে কেন গ্রেফতার হবে? রাজ্য যুব সম্পাদককে গ্রেফতার না করে নোটিশ দিতে পারত পুলিশ। সোমবার আমরা রাজ্যব্যাপী আন্দোলনে নামব।" সৌমিত্রর দাবি, "ওপরের বাংলা লেখা বোর্ডটা পরে বসাতে পারে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন