Advertisment

'ISKCON প্রতারক সংস্থা', শোরগোল ফেলা অভিযোগ, বিজেপির নেত্রীকে কড়া জবাব কর্তৃপক্ষের

বিজেপি সাংসদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP's Maneka Gandhi says 'ISKCON biggest cheat, sells cows to butchers

ISKCON প্রতারক সংস্থা! শোরগোল ফেলা অভিযোগ, বিজেপির নেত্রীকে কড়া জবাব কর্তৃপক্ষের

'সবচেয়ে বড় প্রতারক ইসকন, কসাইদের কাছে গরু বিক্রি করে' বিজপি সাংসদ মানেকা গান্ধঈর অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। এখন মন্দির প্রশাসন নিজেই বিজেপি সাংসদের মন্তব্যের কড়া জবাব দিয়েছে

Advertisment

বিজেপি সাংসদ মানেকা গান্ধী 'ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস' (ইসকন) এর উপর তীব্র আক্রমণ করেছেন। তিনি ইসকনকে দেশের 'সবচেয়ে বড় প্রতারক' সংস্থা হিসেবে আখ্যায়িত করেন। তার বক্তব্যের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মানেকা অভিযোগ করেছেন যে ইসকন তার গো-আশ্রমের গরু কসাইদের কাছে বিক্রি করে। ইসকনও বিজেপি সাংসদের এই অভিযোগের জবাব দিয়েছে।

ভিডিওতে মানেকাকে বলতে শোনা যায়, 'বর্তমানে ভারতে সবচেয়ে বড় জালিয়াতি হল ইসকন। তারা গো-আশ্রয় কেন্দ্র গড়ে তোলেন, যেগুলো চালানোর জন্য তারা সরকারের কাছ থেকে অগণিত সুবিধা পান।  বড় জমি পায়। তিনি বলেন, 'আমি এইমাত্র তাঁর অনন্তপুর গোশালা পরিদর্শন করেছি। সব কটিই দুগ্ধবতী। একটিও এমন কোনও গরু ছিল না যারা দুধ দেয় না। কোনও বাছুরও ছিল না। সব বিক্রি হয়ে গেছে। ইসকন তার সমস্ত গরু কসাইদের কাছে বিক্রি করছে’। বিজেপি সাংসদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। এ নিয়ে মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। ইসকনও এই বিষয়ে সাড়া দিয়েছে।

publive-image

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইসকন বিজেপি সাংসদের বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা বলেছে। ইসকনের মুখপাত্র যুধিষ্ঠর গোবিন্দ দাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, 'শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী গরু ও ষাঁড়ের সুরক্ষা ও যত্নের ক্ষেত্রে ইসকন এগিয়ে রয়েছে। ইসকন বিশ্বের অনেক জায়গায় গরু সংরক্ষণ করছে যেখানে গো-মাংস একটি প্রধান খাদ্য।  ইসকন ভারতে ৬০টিরও বেশি গরুর আশ্রয়কেন্দ্র পরিচালনা করছে। এখানে শত শত গরু-ষাঁড় রক্ষা করা হয়। তারা সারা জীবন যত্নও পায়। যে গরুগুলো ইসকনের গোয়ালঘরে আসে সেগুলোই হয় জবাই থেকে রক্ষা পেয়েছে বা আহত হয়েছে’।

ISKCON
Advertisment