শনিবারই কয়লা পাচার-কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। দিল্লিতে অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেক ও তার স্ত্রীকে ইডি-র তলব নিয়ে সাবধানী প্রতিক্রিয়া বিজেপির। 'নিরপেক্ষ তদন্তে ভরসা রয়েছে।' বললেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন অভিষেককে ইডি-র সমন পাঠানো ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী। ইডি-কে বস্তা ভরে চিঠি পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 'কয়লা পাচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য থাকলে ইডি-কেই তা তাঁর জানানো উচিত' বলে এদিন পাল্টা মন্তব্য করেছেন শমীক ভট্টাচার্য।
রাজ্য রাজনীতিতে টানটান উত্তেজনা শনিবারে। এদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে কয়লা পাচারকাণ্ডে তলব করেছে ইডি। বিজেপির অঙ্গুলিহেলনে চলে অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে সরব হয়েছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের সভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। কেন্দ্রের শাসকদলকে দুষে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, 'বিজেপি যখন রাজনৈতিক লড়াই লড়তে পারে না তখন এজেন্সি লেলিয়ে দেয়। বস্তা ভরে ইডিকে চিঠি পাঠাব। দেখব কি করে। না হলে কোর্টে যাব।'
আরও পড়ুন- ‘তৈরি হোন, জোট বাঁধুন’, বিজেপিকে রুখতে মুখ্যমন্ত্রীদের বার্তা মমতার
কয়লা পাচার কাণ্ডে বিজেপিকে পাল্টা আক্রমণ নিয়েও এদিন মুখ খুলেছেন শমীক। তাঁর কথায়, 'মুখ্যমন্ত্রীর কাছে নির্দিষ্ট অভিযোগ থাকলে ইডিকে দেবেন। রাজনৈতিক বক্তব্য রাখলে হবে না।' অভিষেক ও তাঁর স্ত্রীকে ইডির সমন পাঠানো নিয়ে তাঁর প্রতিক্রিয়া, 'সিবিআই, ইডি নিরপেক্ষ তদন্ত করবে বলে বিশ্বাস করি। আমাদের লড়াই রাজনৈতিক। তৃণমূল ইডি, সিবিআই নিয়ে বলবে।'
সাংবাদিক বৈঠকে এদিন ফের ভোট পরবর্তী অশান্তি প্রসঙ্গ ওঠে। ভোট পরবর্তী অশান্তির ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের তদন্তে পুরোপুরি আস্থা আছে বিজেপির। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'আশা করি তদন্তে প্রকৃত সত্য সামনে আসবে। আমাদের কাছে তদন্তকারী সংস্থা কিছু জানতে চাইলে দলের তরফে ও আক্রান্ত কর্মীর পরিবারের তরফে তথ্য দিতে পারি।'
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় শনিবারই প্রথম গ্রেফতারি সিবিআইয়ের হাতে। এদিন নদিয়ার চাপড়া থেকে দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন