Assembly Election 2022: বছর ঘুরলেই ৫ রাজ্যের বিধানসভা ভোট। যে তালিকায় সবচেয়ে উপরের দিকে নাম উত্তর প্রদেশের। ২০২৪-এর সাধারণ নির্বাচনে কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে উত্তর প্রদেশ ফ্যাক্টর। এটা ভালোই জানে গেরুয়া শিবির। তাই সময়ের অনেক আগেই উত্তর প্রদেশ-সহ ৫ রাজ্যের ভোট রণকৌশল তৈরি করতে শনিবার বৈঠক করল দলের থিঙ্কট্যাঙ্ক। উত্তর প্রদেশের পাশাপাশি পাঞ্জাব, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডে আগামি বছর ভোট। একমাত্র পাঞ্জাব বাদে বাকি ৪ রাজ্যে ক্ষমতায় বিজেপি।
২০২২-র বিধানসভা নির্বাচনেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে এদিন বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার ৬ সদস্য। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। জানা গিয়েছে, এই বৈঠকের প্রথম থেকেই উপস্থিত ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারমণ, রাজনাথ সিং, কিরেন রিজেজু এবং নরেন্দ্র সিং তোমর। দলের একটা সুত্র বলেছে, ‘পাঁচ রাজ্যে ভোট রণকৌশল তৈরি করতে এই বৈঠক।‘
এদিকে, অসম ও মণিপুরের রাজ্য সভাপতি পদে বদল এনেছে বিজেপি। অসমে দলের রাজ্য সভাপতি হয়েছেন ভবেশ কলিতা আর মণিপুরে দায়িত্ব নিলেন শারদা দেবী। দলের সাধারণ সম্পাদক অর্জুন সিং বলেছেন, ‘সভাপতি জেপি নাড্ডাজি এই নিয়োগে সই করেছেন। আজ থেকেই তাঁরা দায়িত্ব নেবেন।‘
জানা গিয়েছে, অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মন্ত্রী হয়েছে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস। পাশাপাশি আগামি বছর মণিপুরে নির্বাচন। সেই লক্ষে শাইখোম টিকেন্দ্র সিংহের জায়গায় সভাপতি হলেন শারদা দেবী। গত বছর কোভিডে প্রয়াত হয়েছেন টিকেন্দ্র সিং।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন