Advertisment

অযোধ্যায় রাম মন্দিরের ভাবাবেগ উস্কে দিতে বিজেপির ভরসা মোবাইল রিং টোন

'রাম ধুন' প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক অভিজিৎ মিশ্র বলেন "অযোধ্যায় রাম মন্দির নির্মাণ সম্পর্কে বার্তা প্রচার করতেই এটি তৈরি করা হয়েছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একদিকে ধর্মসভা, অন্যদিকে রিং টোন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাম রাজনীতিকে ফের প্রাসঙ্গিক করে তুলতে সাবেক ধর্মসভা আয়োজনের পাশাপাশি আধুনিক ভাবনার মোবাইল রিংটোনকেও ব্যবহার করছে গেরুয়া ব্রিগেড। জানা যাচ্ছে, অযোধ্যার রাম মন্দিরের বার্তা প্রচার করতে "রাম ধুন" নামের এক গান তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। অযোধ্যায় রাম মন্দির তৈরির দাবি আরও জোরালো করতেই এই ভক্তিমূলক গান তৈরি পরিকল্পনা নিয়েছে বিজেপির যুব সংগঠন। গানটির দৈর্ঘ্য এক মিনিট। সংগঠনের দাবি, 'রাম ভক্তরা' এই গানটি মোবাইল ফোনের রিংটোন হিসাবে ডাউনলোড করতে পারবেন।

Advertisment

'রাম ধুন' প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক অভিজিৎ মিশ্র বলেন "অযোধ্যায় রাম মন্দির নির্মাণ সম্পর্কে বার্তা প্রচার করতেই এটি তৈরি করা হয়েছে।" তিনি আরও বলেন, "মোবাইলে এই “জয় জয় শ্রী রাম" গানটি ডাউনলোড করার জন্য একান্ত অনুরোধ জানানো হচ্ছে মানুষের কাছে।" সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিশ্র জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় ১০ হাজার জন গানটি ডাউনলোড করেছেন। পাশাপাশি, গানটি গ্রাহক এবং তাঁর আশেপাশের মানুষের মধ্যে একটি "ইতিবাচক অনুভূতি" তৈরি করবে বলেও মনে করছেন তাঁরা।

আরও পড়ুন: বিজেপি ফের সরকারে আসুক বা না আসুক অযোধ্যায় রাম মন্দির হবেই: উদ্ধব ঠাকরে

অভিজিৎ মিশ্র জানিয়েছেন, “ভগবান রাম সম্প্রীতির সবচেয়ে বড় প্রতীক। তিনি জাতিগত সমস্ত ভেদাভেদ ভেঙে সমাজের বিভিন্ন স্তর থেকে তাঁদের প্রতিনিধিদের এই লক্ষ্যে অনুপ্রাণিত করেন।" মিশ্রের দাবি, “ভগবান রাম ভারতের একটি বড় পরিচিতি এবং তিনি ভারতকে বিশ্বব্যাপী মহাশক্তির নিরিখে প্রতিষ্ঠা করেছেন। "অযোধ্যার এই বিশাল রাম মন্দির ভারতের মহান ঐতিহ্যের ইতিহাসকে পুনরুদ্ধার করবে।"

প্রসঙ্গত, রবিবারই অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে 'ধর্ম সভা' অনুষ্ঠিত করা হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের এই ধর্মসভাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং ফৈজাবাদ কার্যত দুর্গের আকার ধারণ করেছে। পরিষদের তরফে দাবি, এই সভা উপলক্ষে সমবেত হবেন “দু’লক্ষেরও বেশি রামভক্ত যা ১৯৯২ সালেও হয়নি”। ফলে, এই অনুষ্ঠানকে ঘিরে পুলিশও নিরাপত্তায় কোনও ফাঁক রাখেনি। উল্লেখ্য, গতকালই যোগী আদিত্যনাথ ২২১ মিটার উচ্চতা বিশিষ্ট রাম মূর্তি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন।

Read the full story in English

bjp Ram Temple
Advertisment