Advertisment

‘আমি নিজেকে ধন্য মনে করছি’, রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে আপ্লুত মোদী

আগামী বছর ২২ জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi ram mandir invitation, PM Modi Ram Temple invitation, Ram Temple Ayodhya, Modi Ram Mandir invite, ram mandir inauguration"

আগামী বছর ২২ জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোকসভা নির্বাচনের আগেই বিরাট চমক, রাম মন্দির উদ্বোধনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছেন RSS প্রধান মোহন ভাগবত। জানুয়ারিতেই রামমন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে বলে জানিয়ে দিলেন মোহন ভাগবত। ২০২৪ সালের জানুয়ারি মাসে রামমন্দিরের উদ্বোধনের ডেডলাইন। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। মোহন ভাগবত বলেন আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে। এর পাশাপাশি তিনি জনগণের কাছে আহ্বান জানান, ‘রামলালার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশ জুড়ে অনুষ্ঠানের আয়োজন করার”। একই সঙ্গে তিনি বলেন, “ভোট দেওয়ার সময় দেশের ঐক্য, অখণ্ডতা, পরিচয় ও উন্নয়নের বিষয় মাথায় রেখে তবেই আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন”।

Advertisment

আগামী বছর ২২ জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (২৫ অক্টোবর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-তে প্রধানমন্ত্রী মোদী বলেন, “জয় শ্রী রাম! আজ আবেগে ভরা একটা দিন”। তিনি বলেন, “সম্প্রতি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিকরা আমার বাসভবনে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা আমাকে শ্রী রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আমাকে অযোধ্যায় আসার আমন্ত্রণ জানিয়েছেন”। প্রধানমন্ত্রী মোদী আরও উল্লেখ করেন, “এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা আমার সৌভাগ্য যে আমার জীবদ্দশায় আমি এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকব”।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার পর, শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছেন রামলালার প্রাণ প্রতিষ্টার তারিখ ২২ জানুয়ারি ২০২৪ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সঙ্গে হাজির  ছিলেন রাম জন্ম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র ও আরও অনেকে। চম্পত রায় বলেন, "দেশের ৪০০০ সাধু, সমাজের ২৫০০ বিশিষ্ট ব্যক্তি এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী  থাকবেন।"

এর আগে, বিজয়াদশমী উপলক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেন, “আমরা সৌভাগ্যবান যে আমরা ভগবান রামের সর্বশ্রেষ্ঠ মন্দির নির্মাণের সাক্ষী থাকতে চলেছি। অযোধ্যায় রাম মন্দির সারা বিশ্বে আনন্দ বয়ে আনবে”। অযোধ্যা সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ৫ আগস্ট, ২০২০-এ ভূমিপুজো অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী মোদি। এর মধ্যেই শুরু হয় রাম মন্দির নির্মাণ।

Ram Temple modi
Advertisment