/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/parliament-adjourned-for-karunanidhi.jpg)
প্রয়াত করুণানিধির উদ্দেশে শ্রদ্ধা জানাতে মুলতুবি সংসদের অধিবেশন
ভারতের ইতিহাসে প্রথমবার। জীবনে কখনও সাংসদ না হওয়া এক রাজনীতিকের মৃত্যুতে মুলতুবি হয়ে গেল সংসদের উভয় কক্ষের অধিবেশন।
দ্রাবিড় মুন্নাত্রা কাজাঘমের সভাপতি এম করুণানিধি ৬ দশক ধরে তামিলনাড়ু বিধানসভার সদস্য ছিলেন। ৫ দফায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। আর ডি এম কে-র সভাপতি ছিলেন অর্ধশতক। হ্যাঁ, ৫০ বছর ধরে তিনি ছিলেন আঞ্চলিক এই দলটির সর্বেসর্বা। চেন্নাইয়ে মঙ্গলবার ৯৪ বছর বয়সে মারা যান তিনি। কোনও একজন মুখ্যমন্ত্রীর উদ্দেশে শ্রদ্ধা জানাতে সংসদের অধিবেশন মুলতুবি করে দেওয়ার ঘটনা দেশের ইতিহাসে নজির বিহীন।
Adjournment of Parliament for #Karunanudhi is unprecedented. It has never been done for a former CM. Was done for #Jayalalithaa who was a sitting CM @IndianExpress
— abantika ghosh (@abantika77) August 8, 2018
গতকাল এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেন্নাই গিয়েছিলেন, তামিলনাড়ুর রাজনীতিতে মহীরূহপতনের সংবাদ শুনে। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছন। দেশের অন্য অনেক রাজনৈতিক নেতাদের মতোই তিনিও করুণানিধির উদ্দেশে শেষ শ্রদ্ধা জানান রাজাজি হলে গিয়ে।
ডিএমকে-র জরুরি ভিত্তিতে আবেদনে সাড়া দিয়ে মাদ্রাজ হাইকোর্ট করুণানিধিকে মেরিনা বিচে সমাধিস্থ করার অনুমতি দিয়েছে। এর আগে এই আবেদন ফিরিয়ে দিয়েছিল এআইএডিএমকে নেতৃত্বাধীন সরকার। তার বদলে সমাধির জন্য গুইন্ডি এলাকায় গান্ধীমণ্ডপমে দু একর জমি ধার্য করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। আদালত জানিয়েছে, সমাধিস্থলের জন্য যে আবেদন করা হয়েছিল, তাতে কোনওরকম আইনি সমস্যা নেই। করুণানিধির রাজনৈতিক গুরু সি এন আন্নাদুরাইয়ের স্মৃতিসৌধ আন্না সমাধিরকাছেই তৈরি হবে করুণানিধির স্মৃতিসৌধ
বৃহস্পতিবার ফের বসবে সংসদের অধিবেশন। আজ বিকেলের মধ্যেই রাজ্যসভার সদস্যরা রাজ্যসভার উপাধ্যক্ষ পদের জন্য নতুন নাম প্রস্তাব করবেন। বৃহস্পতিবার দিনই চূড়ান্ত নাম নির্বাচিত হবে। গত ২ জুলাইয়ে উপাধ্যক্ষ হিসেবে মেয়াদ ফুরিয়েছে পি জে কুরিয়েনের।