Advertisment

না INDIA, নো NDA…! ‘একলা চলো নীতিতে’ অনড় মায়াবতী

মায়াবতী স্পষ্ট করে দিয়েছেন বিএসপি ২০০৭ সালের মতো আসন্ন লোকসভা এবং চারটি রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন একাই লড়াই করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
bsp mayawati majboor government lok sabha election 2023 , মহা-ফাঁপরে বিএসপি! তড়িঘড়ি পরিকল্পনা জানালেন মায়াবতী

বিএসপি নেত্রী মায়াবতী।

না INDIA, নো NDA…!মায়াবতী সাফ জানিয়ে দিয়েছেন যে তাঁর দল আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে। এনডিএ বনাম আইএনডিআইএ লড়াই থেকে সরে দাঁড়ালেন মায়াবতী, সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছে- বিএসপি একাই লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবে।

Advertisment

২৪-এর লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই, এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে শুরু হয়েছে জোর লড়াই। এর মধ্যেই সবের মধ্যেই বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মেলানোর বিএসপির খবরকে ভুয়ো বলে জানিয়েছেন। তিনি মিডিয়াকে এই ধরনের গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন।

বিএসপি প্রধান মায়াবতী বলেছেন এনডিএ এবং ইন্ডিয়া জোট বেশিরভাগই দরিদ্র বিরোধী, বর্ণবাদী, সাম্প্রদায়িক, পুঁজিবাদির দল, যাদের নীতির বিরুদ্ধে বিএসপি ক্রমাগত সংগ্রাম করছে এবং তাই তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রশ্নই আসে না। মায়াবতী স্পষ্ট করে দিয়েছেন বিএসপি ২০০৭ সালের মতো আসন্ন লোকসভা এবং চারটি রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন একাই লড়বে। পাশাপাশি রাখি বন্ধনের বিশেষ এই দিনে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন বিএসপি সুপ্রিমো।

Mayawati
Advertisment