Advertisment

চব্বিশের আগে অ্যাডভানটেজ 'ইন্ডিয়া'? দেশব্যাপী উপনির্বাচনে বিজেপি- ৩, বিরোধীরা- ৪

ধুপগুড়ি বাদে দেশের ৬ কেন্দ্রে উপনির্বাচনে কে কোথায় জিতল?

author-image
IE Bangla Web Desk
New Update
Boxanagar Dhanpur Puthuppally Ghosi Dumri Bageshwar Bypolls Result 2023 Congress BJP JMM CPIM Updates , 'ইন্ডিয়া' নাকি এনডি- দেশব্যাপী ৬ কেন্দ্রের উপনির্বাচনে কে করল বাজিমাত?

কোন কেন্দ্রে কে এগিয়ে?

ধুপগুড়িতে জয় পেয়েছে তৃণণূল। পাশাপাশি দেশের ৬টি কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। যার মধ্যে ফলাফল ৩-৩। বাংলার ফল ধরলে অ্যাডভানটেজ 'ইন্ডিয়া' জোট। ফলাফল ৪-৩। চলতি বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। এছাড়াও চব্বিশে হবে অ্যাসিড টেস্ট। তার আগে উপনির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরের কাছে বড় বার্তা বলেই মনে করা হচ্ছে।

Advertisment

পড়শি রাজ্য ত্রিপুরার ধনপুর এবং বক্সনগর বিধানসভা আসনে ধরে রাখতে পেরেছে বিজেপি। এই দুই কেন্দ্রেই জয়ী পদ্ম প্রার্থীরা। এখানে লড়াই ছিল সরাসরি কংগ্রেস বনাম বিজেপির। ত্রিপুরার এই দুই আসনেই ভোটগণনা বয়কট করেছিল সিপিএম।

দক্ষিণী রাজ্য কেরলে কেরলের পুথুপ্পল্লি আসনে বিজয়ী কংগ্রেস। দীর্ঘ দিন এই আসনের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। তিনি প্রয়াত হওয়ায় এই আসনে উপনির্বাচন হয়। লড়াই ছিল 'ইন্ডিয়া' জোটের দুই শরিক কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে। সেই লড়াইয়ে বাজিমাত করেছেন কংগ্রেস প্রার্থী তথা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডির ছেলে চান্ডি উমেন।

এদিকে, উত্তর প্রদেশের ঘোসি বিধানসভা আসনের বিজেপিকে হারিয়ে জয়ী সমাজবাদী পার্টি। ৩২ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী অখিলেশ সিংয়ের প্রার্থী।

আরও পড়ুন- ধূপগুড়ির জয় আসলে ‘ইন্ডিয়া’র-ই, চব্বিশের আগে বিজেপিকে চাপে রাখায় চেষ্টায় মমতা

ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভা উপনির্বাচনে জয়ী শাসকদল জেএমএম প্রার্থী। বিজেপি সমর্থিত আজসু প্রার্থী যশোদা দেবীকে ১৭,১৫৩ ভোটে হারিয়েছেন জেএমএম প্রার্থী বেবি দেবী।

উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে ২,৪০৫ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পার্বতী দাস। 

bypoll Uttarakhand kerala jharkhand uttar pradesh tripura
Advertisment