Delhi Assembly News: মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সরল আম্বেদকর-ভগত সিং-এর ছবি! ঘটনার জেরে ধুন্ধুমার

Delhi Assembly News: দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন রেখা গুপ্তা। এবার মুখ্যমন্ত্রীর অফিস থেকে আম্বেদকর-ভগত সিং-এর ছবি সরানোকে কেন্দ্র করে ধুন্ধুমার। ঘটনার জেরে ক্ষুব্ধ আপ।

author-image
IE Bangla Web Desk
New Update
br ambedkar bhagat singh photos removed from delhi cm rekha gupta office in assembly says aap atishi

মুখ্যমন্ত্রীর অফিস থেকে আম্বেদকর-ভগত সিং-এর ছবি সরানোকে কেন্দ্র করে ধুন্ধুমার।

Delhi Assembly News:  দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন রেখা গুপ্তা। এবার মুখ্যমন্ত্রীর অফিস থেকে আম্বেদকর-ভগত সিং-এর ছবি সরানোকে কেন্দ্র করে ধুন্ধুমার। ঘটনার জেরে ক্ষুব্ধ আপ।  

Advertisment

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী দিল্লি বিধান সভায় আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি অপসারণের বিষয়টি উত্থাপন করেছিলেন। এর পরই বিধান সভায়  ব্যাপক হট্টগোল শুরু হয়।

দিল্লির বিরোধী দল আম আদমি পার্টি (এএপি) দাবি করেছে যে বিধানসভায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কার্যালয় থেকে আম্বেদকর এবং ভগত সিংয়ের ছবি সরিয়ে ফেলা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী বলেন, এই ধরণের ঘটনা  বিজেপির দলিত-বিরোধী রাজনীতির বহিঃপ্রকাশ।

বিরোধী দলনেত্রী আতিশী বলেন, "দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল প্রতিটি সরকারি অফিসে আম্বেদকর এবং শহীদ ভগত সিংয়ের ছবি লাগিয়েছিলেন।" কিন্তু আজ যখন আমরা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে বিধানসভায় তাঁর কার্যালয়ে দেখা করতে গিয়েছিলাম, তখন আমরা দেখতে পেলাম যে দুটি ছবিই মুখ্যমন্ত্রীর অফিস থেকে সরিয়ে ফেলা হয়েছে, আম আদমি পার্টি এই ঘটনায় বিধানসভায় বিজেপির তীব্র বিরোধিতায় সরব হয়েছে"। আপ দাবি করেছে যে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মহাত্মা গান্ধীর ছবি লাগানো হয়েছে। 

Advertisment

অরবিন্দ কেজরিওয়াল কী বললেন?

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও ছবি অপসারণের বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, "দিল্লির নতুন বিজেপি সরকার বাবা সাহেবের ছবি সরিয়ে প্রধানমন্ত্রী মোদীর ছবি দিয়ে প্রতিস্থাপন করেছে।" এটা ঠিক নয়। তিনি বলেন, "এটি বাবা সাহেবের কোটি কোটি অনুগামীদের আঘাত করেছে।" 

bjp AAP