'দ্রুত করাচি ভারতের অংশ হয়ে যাবে।' মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের এই মন্তব্য ঘিরে উত্তাল মরাঠা রাজনীতি। তুঙ্গে 'অখণ্ড ভারত' তরজা। এই পরিস্থিতিতে বিজেপি নেতা ফড়নবীশকে পাল্টা দিলেন শিবসেনা মুখপত্র সাংসদ সঞ্জয় রাউত। বললেন, 'আগে পাক অধিকৃত কাশ্মীর ফেরাক। তারপর ভারতীয় জনতা পার্টি করাচি নিয়ে কথা বলবে।'
গত বৃস্পতিবার মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত 'করাচি সুইটস'-এর নাম পরিবর্তন করে ভারতীয় নাম রাখার জন্য হুমকি দিয়েছিল শিবসেনা। এই প্রসঙ্গে বলতে গিয়েই শনিবার মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ বলেন 'অখণ্ড ভারত' প্রসঙ্গ উত্থাপন করেন। বলেন, 'ভারত একদিন ফের তার অখণ্ড রূপ ফিরে পাবে। শীঘ্রই পাকিস্তানের করাচি ভারতের অংশ হয়ে যাবে।'
মুম্বইয়ে করাচি সুইটস
বান্দ্রায় অবস্থিত 'করাচি সুইটস'-এর নাম পরিবর্তন করে মহারাষ্ট্রীয় কোনও নাম রাখার জন্য জোরাজুরি করছিল শিবসেনা নেতা নন্দগাওকর। এর জন্য সময়ও দিতে প্রস্তুত ছিল সেনা শিবির। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে এই কথোপকথন তা ছড়িয়ে পড়েছিল। তারপরই সরগরম হয়ে ওঠে মারাঠা রাজনীতি।
এ প্রসঙ্গে শিবসেনার তরফে মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, 'করাচি সুইটস'-এর নাম পরিবর্তন দলের অফিসিয়াল অবস্থান নয়। টুইটারে তিনি পোস্ট করেন, 'গত ৬০ বছর ধরে মুম্বইতে করাচি বেকারি ও করাচি সুইটস রয়েছে। ওদের সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। এখন তাদের দোকানের নাম বদল করতে বলারও কোনও মানে হয় না। ওই দু'টো দোকানের নাম বদল করার বিষয়টি শিবসেনার দলীয় অবস্থান নয়।'
Read In English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন