Advertisment

Delhi Excise Policy: কেজরিওয়ালের পর বিরাট বিপাকে কেসিআর কন্যা, খারিজ হল জামিনের আবেদন

কে কবিতাকে ১৫ মার্চ হায়দরাবাদে তার বাসভবন থেকে ইডি গ্রেফতার করে।

author-image
IE Bangla Web Desk
New Update
K Kavitha

বিআরএস নেতা কে কবিতাকে গত সপ্তাহে ২৩শে মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছিল। (ফাইল ছবি)

দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া BRS নেত্রী কে কবিতার জামিনের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এছাড়াও, আদালত বলেছে যে তাকে এ জন্য তাঁকে ট্রায়াল কোর্টে আবেদন করতে হবে। বিআরএস নেত্রী কবিতার আবেদনের বিষয়ে ইডির কাছে ছয় সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। ইডি বলছে, তল্লাশির সময় কবিতার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

Advertisment

দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া বিআরএস নেত্রী তথা কেসিআর কন্য কে কবিতা সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন। এদিন সুপ্রিম কোর্ট কবিতার জামিনের আবেদন খারিজ করে দেয়। তার পিটিশনে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) এর কিছু নিয়মকে চ্যালেঞ্জ করে নোটিশ জারি করা হয়েছিল। সুপ্রিম কোর্ট বিআরএস নেত্রী কবিতার পিটিশনে ছয় সপ্তাহের মধ্যে ইডির কাছে জবাব চেয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করেছে যে বিআরএস নেত্রী কে কবিতা দিল্লির আবগারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সুবিধা পেতে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়া সহ আম আদমি পার্টির (এএপি) শীর্ষ নেতাদের সঙ্গে এক ষড়যন্ত্র করেছিলেন। এর জন্য AAP নেতাদের ১০০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল।

দিল্লির মদ নীতির মামলায়, ইডি এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে ২৪৫ টি স্থানে অভিযান চালিয়েছে এবং মনীশ সিসোদিয়া, সঞ্জয় সিনহা এবং বিজয় নায়ার সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কে কবিতাকে ১৫ মার্চ হায়দরাবাদে তার বাসভবন থেকে ইডি গ্রেফতার করে। গ্রেফতারের পরে, ইডি দল কবিতাকে হায়দরাবাদ থেকে দিল্লি নিয়ে আসেন। যেখানে তাকে আদালতে পেশ করা হয়। আদালত কে. কবিতাকে ২৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Delhi liquor scam
Advertisment