/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/ie-BRS-stabbing.jpg)
৩০ নভেম্বর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন। রেড্ডি (বামদিকে)-কে BRS দুব্বাকা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছে। (সূত্র: X/@KPRTRS)
তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার সুরমপল্লি গ্রামে প্রচারের সময় মেদকের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর সাংসদ কোঠা প্রভাকর রেড্ডি ছুরিকাহত হলেন। এই ব্যাপারে তেলেঙ্গানার মন্ত্রী টি হরিশ রাও বলেছেন, রেড্ডির পেটে ছুরি মেরে যিনি আঘাত করেছেন, সেই ব্যক্তির নাম সি রাজু। অভিযুক্তকে বিআরএস কর্মীরা ধরে ফেলে বেধড়ক মারধর করেছেন। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে।
মন্ত্রী হরিশ রাও জানিয়েছেন, আক্রান্ত সাংসদ কোঠা প্রভাকর রেড্ডি এই হামলায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে, গাজওয়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই সাংসদের অবস্থা স্থিতিশীল। প্রভাকর রেড্ডি মেদকের দুইবারের সাংসদ। হরিশ রাও অবস্থা স্থিতিশীল জানালেও সূত্রের খবর, উন্নত চিকিৎসার জন্য তাঁকে সেকেন্দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে বিআরএস রেড্ডিকে দুব্বাকা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছে।
STORY | BRS leader Kotha Prabhakar Reddy was allegedly stabbed by an unidentified man during a poll campaign in Surampalli village in Andhra Pradesh. His supporters, who were present, caught hold of the purported accused and thrashed him.
READ: https://t.co/BppYWyfuhm
VIDEO: pic.twitter.com/x7izKJwQ0J— Press Trust of India (@PTI_News) October 30, 2023
কেন ওই ব্যক্তি সাংসদকে ছুরি মারলেন, তদন্তে জানার চেষ্টা করছে দৌলতাবাদ পুলিশ। আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে এই বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল ধরা হচ্ছে। তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির একচেটিয়া রাজনৈতিক প্রভাব রয়েছে। যদিও বিজেপি এবং কংগ্রেসের দাবি, তেলেঙ্গানায় বিআরএসের প্রভাব এখন তলানিতে ঠেকেছে। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের ওপর রীতিমতো ক্ষুব্ধ তেলেঙ্গানাবাসী। এর কারণ, চন্দ্রশেখর রাওয়ের সরকারের আমলে তেলেঙ্গানায় ব্যাপকহারে দুর্নীতি হয়েছে। এই পরিস্থিতিতে সাংসদ প্রভাকর রেড্ডিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল ভারত রাষ্ট্র সমিতি।
আরও পড়ুন- কেরলের সমাবেশে ভাষণ দিয়েছেন হামাসের প্রাক্তন শীর্ষনেতা, কে এই খালেদ মাশাল?
সেকেন্দ্রাবাদের হাসপাতাল সূত্রে খবর, সেখানে রেড্ডির অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ছুরিকাহত হওয়ায় কতদিন পর তিনি ভোটপ্রচারে নামতে পারবেন, সেই ব্যাপারে এখনও হাসপাতালের তরফে কিছুই জানাতে পারেননি চিকিৎসকরা। তবে, তাঁর সমর্থকদের সূত্রে জানা গিয়েছে, প্রচারে রেড্ডির অভাব দলগতভাবে পূরণ করবেন বিআরএস নেতৃত্ব। এখনও পর্যন্ত তেমনটাই সিদ্ধান্ত হয়েছে।