BSP chief’s murder: বহুজন সমাজ পার্টির প্রধান খুনের ঘটনায় তপ্ত চেন্নাই। শুক্রবার বাড়ির কাছেই খুন হন বিএসপি রাজ্য সভাপতি আর্মস্ট্রং। অভিযোগ, ছয় বাইক আরোহী অতর্কিতে এসে তাঁর উপর হামলা চালায়। পুলিশ সূত্রে খবর, বিএসপি রাজ্য সভাপতি আর্মস্ট্রং তাঁর বাড়ির কাছে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলছিলেন। সে সময় ৬জন দুষ্কৃতি বাইকে চেপে তাঁর উপর হামলা চালায়। পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
চেন্নাইয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আসরা গর্গ বলেন, এ পর্যন্ত আমরা খুনের ঘটনায় ৮ সন্দেহ ভাজনকে আটক করেছি। খুনের কিনারায় দশ সদস্যের টিম তৈরি করা হয়েছে। হত্যাকাণ্ডে কিছু ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। বিরোধীরা তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকেকে টার্গেট করেছে এবং বলেছে যে এই হত্যা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ। বিরোধী দলনেতা এডাপ্পাদি পালানিস্বামী বলেন, জাতীয় দলের রাজ্য সভাপতি খুন হলে রাজ্যের আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি কী তা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই"।
আর্মস্ট্রং পেশায় ছিলেন একজন আইনজীবী। তিনি ২০০৬ সালে চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন। দুই বছর আগে তিনি চেন্নাইতে একটি বিশাল সমাবেশের আয়োজন করেন এবং বিএসপি প্রধান মায়াবতীকে আমন্ত্রণ জানানোর পরে তিনি লাইমলাইটে এসেছিলেন। মায়াবতী এক্স-এ একটি পোস্টে আর্মস্ট্রংকে 'দলিতদের বলিষ্ঠ কণ্ঠ' বলে অভিহিত করেছেন এবং দোষীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন যে তামিলনাড়ু রাজ্য বহুজন সমাজ পার্টির (বিএসপি) সভাপতি শ্রী কে আর্মস্ট্রংকে চেন্নাইয়ে তার বাড়ির বাইরে নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। রাজ্যে তিনি ছিলেন দলিত সমাজের কণ্ঠস্বর রাজ্য সরকারের উচিত দোষীদের শাস্তি দেওয়া'।
আরও পড়ুন : < Hathras Stampede: অবশেষে হাথরস কাণ্ডে মুখ খুললেন ‘ভোলে বাবা’, কী বললেন স্বঘোষিত এই ‘গডম্যান’? >
এই ঘটনায় তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পুলিশকে খুনের ঘটনার দ্রুত কিনারার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি "অপরাধীদের আইন অনুযায়ী কঠোর শাস্তির পক্ষেও সওয়াল করেছেন। শোক প্রকাশ করে, স্ট্যালিন এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “বহুজন সমাজ পার্টির রাজ্য সভাপতি মিঃ আর্মস্ট্রংয়ের হত্যা মর্মান্তিক ও দুঃখজনক। রাতেই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। তাঁর পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব সকলের প্রতি আমার গভীর সমবেদনা। আমি পুলিশ অফিসারদের মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি"।
হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায়, কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেছেন: “বহুজন সমাজ পার্টির তামিলনাড়ুর প্রধান আর্মস্ট্রংয়ের নৃশংস ও ঘৃণ্য হত্যাকাণ্ডে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”তিনি যোগ করেছেন, "তামিলনাড়ু কংগ্রেস নেতারা তামিলনাড়ু সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে এবং আমি নিশ্চিত যে সরকার অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা নিশ্চিত করবে।"