Advertisment

বেছে নিলেন দলের উত্তরসূরিকে, কার হাতে গুরুদায়িত্ব তুলে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী?

লখনউতে দলের জাতীয় নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষ নাম ঘোষণা করেন মায়াবতী।

author-image
IE Bangla Web Desk
New Update
"BSP chief Mayawati

মায়াবতীর বড় সিদ্ধান্ত, উত্তরসূরি হিসেবে বেছে নিলেন ভাইপো আকাশ আনন্দকে।

লোকসভা ভোটের আগেই মায়াবতীর বড় সিদ্ধান্ত। উত্তরসূরি হিসেবে বেছে নিলেন ভাইপো আকাশ আনন্দকে। লোকসভা নির্বাচনের আগে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী রবিবার দলের বৈঠকে তাঁর ভাইপো আকাশকে দলের উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছেন।

Advertisment

আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে, বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে তার ভাইপো আকাশ আনন্দকে দলের উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছেন। এর আগে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভাইপো আকাশ আনন্দকে দলের দায়িত্ব দিয়েছিলেন মায়াবতী। তবে নির্বাচনে দলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি।

লখনউতে দলের জাতীয় নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে আকাশ আনন্দকে বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। আকাশকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করে তিনি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড ছাড়া সারা দেশের দায়িত্ব আকাশ আনন্দের হাতে তুলে দেওয়ার ঘোষণা করে বিএসপি সুপ্রিমো।

আকাশ বিএসপি প্রধান মায়াবতীর ছোট ভাই আনন্দ কুমারের ছেলে। রাজনৈতিক শিবিরের মতে গত কয়েক বছরে লোকসভা ও বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মায়াবতী দ্বিতীয় প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই এখন নজর দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় মায়াবতী তার ভাইপো আকাশ আনন্দকে রাজনীতির ময়দানে আনেন। মায়াবতী তাঁকে দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন।

দলের মধ্যে থেকে দ্রুত উঠে আসা আকাশ আনন্দ রাজস্থানের বিধানসভা নির্বাচনের আগে যাত্রা শুরু করেছিলেন। 'সর্বজন হিতায়, সর্বজন সুখে সংকল্প যাত্রা' নামে সাড়ে তিন হাজার কিলোমিটার পথ যাত্রা শুরু করেন আকাশ। এই যাত্রার নামও ছিল ‘বহুজন অধিকার যাত্রা’। বিএসপি-র গুরুত্বপূর্ণ বৈঠকের পর দলের আরেক নেতা উদয়বীর সিং বলেন, যে সব রাজ্যে দল দুর্বল সেখানে কাজ করবেন আকাশ আনন্দ। তিনি স্পষ্ট করেছেন যে আকাশ আনন্দকে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া অন্যান্য রাজ্যের দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

আকাশ আনন্দ কে?

মায়াবতীর ভাইপো আকাশ আনন্দ লন্ডন থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পুর্ণ করেছেন। ২০১৭ সালে আকাশ রাজনীতিতে প্রবেশ করেন। সাহারানপুরের জনসভায় প্রথমবার মায়াবতীর সঙ্গে মঞ্চে হাজির হন আকাশ। দলের সঙ্গে যুক্ত প্রবীণ নেতারা বলছেন, এতে করে দল শুধু বড় ধরনের পরিবর্তনই আসবে না। আগামী লোকসভা নির্বাচনেও এর ফল সামনে আসবে।

Mayawati
Advertisment