Advertisment

মহা-ফাঁপরে বিএসপি! তড়িঘড়ি পরিকল্পনা জানালেন মায়াবতী

বিজেপি, কংগ্রেস জোট গুছোতে শুরু করে দিয়েছে। তখন কী বলছেন মায়াবতী?

author-image
IE Bangla Web Desk
New Update
bsp mayawati majboor government lok sabha election 2023 , মহা-ফাঁপরে বিএসপি! তড়িঘড়ি পরিকল্পনা জানালেন মায়াবতী

বিএসপি নেত্রী মায়াবতী।

আগামী বছর লোকসভা ভোট। ঘর গুছোতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবারই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী জোটের নামকরণ হয়েছে 'ইন্ডিয়া'। পাল্টা বৈঠক করে আরও শক্তিশালী জোটের বার্তা দিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। এবার কী করবেন বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী? শাসক-বিরোধী কোনও জোটেই নেই বহুজন সমাজবাদী পার্টি। আগামিতেও থাকবেন না বলে বুধবার স্পষ্ট করে দিয়েছেন মায়াবতী। আপাতত, সমাজের পিছিয়ে পড়া অংশের ভোট ভাগ রুখে দেওয়াই তাঁর লক্ষ্য। মায়াবতী বলেছেন, 'সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছে আমার আর্জি একমাত্র বিএসপি-কে ভোট দিন। কোনও জোটই যাতে দলিত বা পিছিয়ে পড়া অংশের মানুষের ভোট পেয়ে কেন্দ্র বা রাজ্য়ে সরকার গড়তে না পারে সেদিতে লক্ষ্য রাখতে হবে। মজবুত (শক্তিশালী) সরকারের পরিবর্তে একটি মজবুর (অসহায়) সরকার গঠন করতে হবে, যাতে সমাজের দুর্বল অংশ হয়রানির শিকার না হয়।'

Advertisment

আসন্ন লোকসভা ও চলতি বছরের শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানাযর বিধানসভা ভোটে বিএসপি একাই লড়াই করবে বলে জানিয়েছেন মায়াবতী। তাঁর ঘোষণা, পাঞ্জাব এবং হরিয়ানায় বেশ কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে বিএসপি জোট করতে পারে। তবে সেই জোট হবে শর্তসাপেক্ষ। ওই সব দপলুলি এনডিএ বা কংগ্রেস নেতৃত্বাধীন বিজেপি বিরোধী জোটের সঙ্গে কোনও সংযোগ রাখতে পারবে না।

মায়াবতীর দাবি, বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সরকারগুলির উদ্দেশ্য এবং নীতি দলিত, উপজাতি, দরিদ্র, অনগ্রসর সম্প্রদায়, মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উন্নয়নের জন্য ছিল না। তাঁর মতে, বিজেপি এবং কংগ্রেস উভয়ই কেবল দরিদ্র এবং দুর্বল শ্রেণীর কল্যাণ সম্পর্কে মিথ্যা দাবি করেছে, তাদের জন্য উল্লেখযোগ্য কিছুই করেনি।

কংগ্রেস ও বিজেপি-কে দুষে মায়াবতীর অভিযোগ, এই দুই দলেরই কথা ও কাজে কোনও মিল নেই। তাঁর কথায়, 'বিজেপি ও কংগ্রেস হল কাঠনি অর করনি (তারা কী বলে এবং কী করে)। এদের কোনও তফাৎ নেই।'

BSF Mayawati loksabha election 2024
Advertisment