বিজেপিতে যোগ দিলেন বিএসপি সাংসদ রিতেশ পান্ডে। ব্রজেশ পাঠকের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এই সময় তিনি বলেন, 'এবার থেকে তিনি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কাজ করার সুযোগ পাবেন'। সূত্রের খবর, আরও ২ জন বিএসপি সাংসদ এনডিএর সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।
Advertisment
উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের সাংসদ রিতেশ পান্ডে রবিবার বিএসপি থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কয়েক ঘণ্টা পর তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। এই সময়, তিনি বিজেপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। কয়েকদিন ধরেই রীতেশ পান্ডের বিজেপি যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিন কয়েক আগেই মধ্যাহ্নভোজ করতে দেখা গিয়েছিল তাঁকে।
রিতেশ পান্ডে বলেছেন যে এখন থেকে তিনি এখন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কাজ করার সুযোগ পাবেন। বিজেপিতে যোগ দিয়েই তিনি বলেন, 'আমি বিজেপির নীতি দেখে মুগ্ধ। প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন উন্নত ভারত। আমি বিজেপিতে যোগ দিতে এবং মানুষের জন্য কাজ করতে এসেছি। সরকার উন্নত ভারত গড়ার লক্ষ্যে আম্বেদকর নগরে অনেক কাজ করেছে। বিরোধী দলে থাকলেও আমার এলাকায় উন্নয়নে কোন ত্রুটি রাখেনি বিজেপি। পাশাপাশি আসন্ন লোকসভা ভোটে ৪০০ আসন জিতবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
রীতেশ পান্ডে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিএসপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথম নির্বাচনেই তিনি নিরঙ্কুশ জয় অর্জন করেন। রিতেশ পান্ডের বাবা রাকেশ পান্ডেও বিএসপি সাংসদ ছিলেন। তিনি এখন সমাজবাদী পার্টির বিধায়ক।
দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে পাণ্ডে জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে আমাকে দলীয় সভা-সমাবেশে ডাকা হয়নি এবং দলীয় নেতৃত্বও আমার সঙ্গে যোগাযোগ করছেন না। তাই আমি একটি উপসংহারে পৌঁছেছি যে দলের আর আমাকে বা আমার উপস্থিতির প্রয়োজন নেই, "।
এদিকে সাংসদের দল ছাড়ার প্রতিক্রিয়ায় মায়াবতী বলেছেন "বিএসপি সাংসদদের নিজেদের মূল্যায়ন করতে হবে যে তারা তাদের এলাকার মানুষের সঠিক দেখভাল করছেন কিনা। দল ও আন্দোলনের স্বার্থে তারা দলের দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালন করেছেন কিনা? বিএসপির স্বার্থই সর্বাগ্রে।"