বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী শনিবার বলেছেন যে দল আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়াই করবে। পাশাপাশি তিনি এও বলেছেন, 'জোটের সঙ্গে বিএসপির হাত মেলানোর রটনা একেবারেই ভুয়ো'।
মায়াবতী শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, “বিএসপি সম্পূর্ণভাবে প্রস্তুত। পূর্ণ শক্তি নিয়ে দেশের লোকসভা নির্বাচনে লড়াই করবে। এমন পরিস্থিতিতে, নির্বাচনী জোট বা তৃতীয় ফ্রন্ট ইত্যাদি গঠনের গুজব ছড়ানো যে খবর ভুল"।
তিনি আরও বলেছেন, "বিশেষ করে উত্তর প্রদেশে বিএসপি এককভাবে বিপুল শক্তি নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে, বিরোধীরা আতঙ্কিত, ভীত। ঠিক এই কারণেই তারা প্রতিদিন নানা ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বহুজন সম্প্রদায়ের স্বার্থে, বিএসপি একা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে”।
আরও পড়ুন : < Premium: অন্ধত্ব থামাতে পারেনি সবিতার লড়াইকে, চলার পথে লাখো মানুষের ভরসা এই দৃষ্টিহীন তরুণী >
বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু মিড়িয়া দাবি করে আসছিল যে মায়াবতীর দল I.N.D.I.A জোটের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে লড়বে। যদিও মায়াবতী বেশ কিছুদিন ধরেই জোটকে ঘিরে এই জল্পনাগুলোকে ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছেন। একাধিকবার, তিনি বলেছেন যে তিনি কোনও জোটের সঙ্গে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আবারও তিনি জোটের আলোচনাকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন।