Advertisment

জোট নয়, উত্তরপ্রদেশে একা লড়াইয়ের ঘোষণা মায়াবতীর

২০২৪-এর আগে ধাক্কা খাবে বিরোধী জোট?

author-image
IE Bangla Web Desk
New Update
BSP to fight solo in Uttar Pradesh elections says Mayawati

বিএসপি সুপ্রিমো মায়াবতী।

সব জল্পনার অবসান, পরের বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বহুজন সমাজবাপার্টি একলাই লড়াই করবে, ঘোষণা করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। শুধু উত্তরপ্রদেশেই নয়, আগামী বছর ভোট রয়েছে পরের বছর ভোট রয়েছে উত্তরাখণ্ড, মণিপুর, গোয়ায় বিধানসভাও। সেসব রাজ্যেও একলা লড়াই করবে বিএসপি। তবে, আসন্ন পাঞ্জাব বিধানসভা ভোটে একমাত্র শিরোমণি অকালি দলের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করবে মায়াবতীর দল।

Advertisment

সদ্য শেষ হওয়া উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে শোচনীয় পরাজয় ঘটেছে বিএসপির। বিজেপি, সমাজবাদী পার্টির পরে তৃতীয় স্থানে রয়েছে বিএসপি। তারপর থেকেই রটে গিয়েছে, আগামী বছর বিধানসভা ভোটে জিততে জোট গড়তে আগ্রহী মায়াবতী। বিএসপির সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি এআইএমআইএম-র জোট প্রায় পাকা বলে জানতে পারা যায়। এরপরই রবিবার সকালে টুইটে করেন মায়াবতী। দলের জোট প্রসঙ্গে লেখেন, 'দিনকয়েক আগে থেকেই আসন্ন বিধানসভা ভোটে আসাউদ্দিন ওয়েসির পার্টি এআইএমআইএম-র সঙ্গে বিএসপি র জোট নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে, এই খবর মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। উত্তরপ্রদেশ ও উত্তরখণ্ডে আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিএসপি কারও সঙ্গে জোট বাঁধছে না। নির্বাচনী ময়দানে একাই লড়বে দল।'

আরও পড়ুন- জুলাইতে বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদল, কোন অস্ত্রে কৈলাস বদল?

২০১৭ সালের বিধানসভা ভোটে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে লড়েছিল সপা, কংগ্রেস ও বিএসপি। কিন্তু জয় অধরাই ছিল। এরপরই চিড় ধরে 'বুয়া-ভাতিজা' সম্পর্কে। ক্রমশই যা বৃহৎ আকার ধারণ করে। এমনকী গত বছরই মায়াবতী জানিয়েছিলেন যে, সপা প্রার্থীকে হারাতে বিজেপিকে সমর্থনে রাজি তিনি। যা ঘিরে তুমুল চর্চা শুরু হয়। পরে সেই অবস্থান থেকে সরে অবশ্য আসার কথা জানান ‘বেহেনজি’। বলেন, ‘বিজেপির সঙ্গে জোট বাঁধার আগে রাজনীতি থেকে অবসর নেব।’ কংগ্রেসের সমালোচনাক ক্ষুব্ধ হয়েও তাঁর এই ইচ্ছার প্রকাশ ছিল বলে মনে করন রাজনীতির পর্যবেক্ষকরা।

কিন্তু আচমকা মায়াবতীয় একলা চলো নীতিতে বিরোধী জোট ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। কারণ ২০২৪-এ লোকসভা ভোট রয়েছে। তার আগে আগামী বছর উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যের বিধানসভা ভোট কার্যত সেমিফাইনাল। বিজেপিকে ধাক্কা দিতে তাই বিরোধী শক্তিগুলির একজোট হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু, মায়াবতীর ঘোষণার বিরোধী ভোট ভাগ হবে। এতে সুবিধা পেতে পারে গেরুযা শিবির।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh Mayawati BSP Uttar Pradesh Election
Advertisment