New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/mayawati-759.jpg)
ফাইল ছবি
২ এপ্রিলের ভারত বনধের পরিপ্রেক্ষিতে যেসব মামলা দায়ের করা হয়েছে, সেগুলি প্রত্যাহার না করা হলে দুই রাজ্য থেকে সমর্থন প্রত্যাহার করতে পারে বহুজন সমাজ পার্টি।
ফাইল ছবি
এপ্রিল মাসে তফশিলি জাতি উপজাতি আইন নিয়ে ডাকা ধর্মঘটের দিন যে সব মামলা করা হয়েছে , তা প্রত্যাহার করার জন্য মধ্যপ্রদেশ এবং রাজস্থান কংগ্রেসকে চরম হুঁশিয়ারি দিল বহুজন সমাজ পার্টি। অন্যথায এই রাজ্যগুলিতে বাইরে থেকে সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিএসপি।
অতি সম্প্রতি মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিধানসভা ভোটে বিজেপি-কে হারিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এ গোটা ঘটনাকেই দেখা হচ্ছে ২০১৯-এর লোকসভা ভোটের আবগে, যেখানে কংগ্রেস মহাজোট তৈরির চেষ্টা করছে বিজেপি-কে হারাতে।
এরকম একটা সময়েই জোট প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শর্ত আরোপ করল বিএসপি। দলের তরফ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে বিএসপি দাবি করেছে, ”রাজস্থান এবং মধ্যপ্রদেশে ২ এপ্রিল ২০১৮ র ভারত বনধের প্রেক্ষিতে যেসব মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। এ দাবি মানা না হলে আমরা কংগ্রেসকে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।”
এ বছরের এপ্রিলে শীর্ষ আদালত এসসি এসটি আইন তুলে দিচ্ছে এই অভিযোগ এনে ভারত জুড়ে বনধের ডাক দেওয়া হয়। এই বনধের জেরে সারা দেশে ব্যাপক হিংসার ঘটনা ঘটে। মৃত্যু ঘটে ৯ জনের।