scorecardresearch

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিল পাশই সরকারের লক্ষ্য, একাধিক ইস্যুতে সংসদ উত্তালের সম্ভাবনা

কংগ্রেস নেতা কে সুরেশ বাজেট অধিবেশন শুরুর আগেই জানিয়েছেন যে তার দল আদানি-হিন্ডেনবার্গ ইস্যুটি সংসদে উত্থাপন করবে কারণ আগের অধিবেশন চলাকালীন সরকার বিষয়টি এড়িয়ে গিয়েছে।

Budget Session, Congress, Parliament, Mallikarjun Kharge, RJD, ED, TMC, Opposition parties will hold a meeting today, Opposition parties will hold a meeting today

আজ থেকে শুরু হতে চলেছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, আদানি-চিন-সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণের সম্ভাবনা। কংগ্রেস নেতা কে সুরেশ বাজেট অধিবেশন শুরুর আগেই জানিয়েছেন যে তার দল আদানি-হিন্ডেনবার্গ ইস্যুটি সংসদে উত্থাপন করবে কারণ আগের অধিবেশন চলাকালীন সরকার বিষয়টি এড়িয়ে গিয়েছে।

অধিবেশনের দ্বিতীয় পর্বে, বিরোধীদল কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার, আদানি-চিন ইস্যু সহ একাধিক বিষয়ে মোদী সরকারকে কোণঠাসা করার চেষ্টা করবে। সূত্রের খবর, বিরোধী দলগুলি সকাল ১০টায় সংসদ ভবন কমপ্লেক্সে রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের কার্যালয়ে বৈঠক করবেন। এর পরে, সাংসদরা কংগ্রেস সংসদীয় দলের অফিসে একটি বৈঠকে যোগ দেবেন, যেখানে দলের কৌশল নিয়ে আলোচনা করা হবে।

রাহুলের বক্তব্য নিয়ে প্রতিনিয়ত আক্রমণ করছে বিজেপি

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ব্রিটেনে তার বক্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ক্রমাগত আক্রমণ করছে। অধিবেশন চলাকালীন এই বিষয়টি নিয়ে কংগ্রেস সরব হবে বলেই সূত্রের খবর। অধিবেশন চলাকালীন বিরোধী দলগুলি কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার, আদানি ইস্যু, চিনের সঙ্গে চলমান সীমান্ত সংঘাত, মুদ্রাস্ফীতি, বেকারত্বের মতো বিষয়গুলি নিয়ে সরকারকে কোনঠাসা করার চেষ্টা করবে।

কংগ্রেস নেতা কে সুরেশ বলেছেন যে তার দল আদানি-হিন্ডেনবার্গ ইস্যুটি সংসদে উত্থাপন করবে। এ রপাশাপাশি আরেকটি প্রধান ইস্যু হতে পারে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার। চাকরির জন্য জমি কেলেঙ্কারিতে আরজেডি প্রধান লালু প্রসাদ এবং তার পরিবারের বিরুদ্ধে সাম্প্রতিক ইডি হানার প্রসঙ্গে বিষয়টি নিয়ে আজ সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশন চলাকালীন, তৃণমূল কংগ্রেস আদানি ইস্যু, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের মত বিষয় সংসদে উত্থাপন করবে।

সূচি অনুযায়ী, অধিবেশনের দ্বিতীয় পর্ব ১৩ মার্চ থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত চলবে। কেন্দ্রীয় সরকার আসন্ন অধিবেশনে বহু প্রতীক্ষিত ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল আনতে পারে। খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটি অনুমোদন করবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। পাশাপাশি সরকারী বহু-রাষ্ট্রীয় সমবায় বিল নিয়ে আলোচনা করা সিপি জোশীর নেতৃত্বাধীন প্যানেল আসন্ন অধিবেশনে সংসদে তাদের রিপোর্ট পেশ করবে। জানা গিয়েছে, সরকারের তরফে এই বাজেট অধিবেশনে বিভিন্ন অর্থ সংক্রান্ত বিল পাশ করার উপরেই বিশেষ জোর দেওয়া হবে।

আজ সকাল ১০টায় সংসদ ভবন প্রাঙ্গণে বৈঠক ডেকেছে বিরোধী দলগুলো। রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়্গের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে, বিরোধীরা কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার, আদানি ইস্যু, চিনের সঙ্গে চলমান সীমান্ত বিরোধ  মুদ্রাস্ফীতি, বেকারত্বের মতো বিষয়গুলি সংসদে উত্থাপন করতে সম্মত হতে পারে বলেই সূত্রের খবর।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Budget session 2023