শনিবার দুপুরে আসামের গুয়াহাটিতে গিয়ে মোদী সরকারের মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, 'বিজেপি-আরএসএস আসামকে নিয়ন্ত্রণ করবে এটা কংগ্রেস হতে দিতে পারে না। এরাজ্যের মানুই রাজ্যর নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে। বিজেপি আসামের ইতিহাস, সংস্কৃতি, ভাষাকেকে ধ্বংস করছে।' এদিন রাহুল আসাম চুক্তির কথা তুলে ধরেন। বলেন, 'আসাম চুক্তি লংঘন করা উচিত হয়নি। ওই চুক্তির মাধ্যমেই আসামে শান্তি ফিরেছিল।'
#WATCH Rahul Gandhi in Guwahati: Hum BJP aur RSS ko Assam ki history, bhasha ,sanskriti par akraman nahi karne denge. Assam ko Nagpur nahi chalayega, Assam ko RSS ke chaddi wale nahi chalayenge. Assam ko Assam ki janta chalayegi. pic.twitter.com/hzg4qaPRPv
— ANI (@ANI) December 28, 2019
এর আগে কংগ্রেসের কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দিল্লিতে মোদী সরকারকে বিঁধে শনিবার মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'নোটবন্দির থেকেও ভয়ঙ্কর বিধ্বংসী এনপিআর ও এনআরসি।' কংগ্রেস সাংসদকে 'মিথ্য়াবাদী' কটাক্ষ করেছে গেরিযা শিবির। সেই প্রসঙ্গেও এদিন মুখ খোলেন সোনিয়া তনয়। বলেন, 'প্রধানমন্ত্রী বলছেন দেশে ডিটেনশন ক্যাম্প নেই। আমি টুইটে ভিডিও দিয়েছি। তাতেই প্রমাণিত কে মিথ্যাবাদী।'
শনিবার কংগ্রেসের ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয় দিল্লির দলীয় কার্যলয়ে। সেখানে দলের পতাকা উত্তোলন করেন সোনিয়া গান্ধী। অনুষ্ঠান শেষে রাহুল পদ্ম বাহিনীর বিরুদ্ধে সরহ হন। দেশের অর্থনীতির হাল তুলে ধরে মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় ওয়ানাড়ের সাংসদকে। এনডিএ সরকারের দাবি ৫ ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে চলেছে দেশ। এপ্রসঙ্গে রাহুল বলেন, 'সম্পূর্ণ বিষয়টির ভিত্তিই হল দেশের গরিব মানুষ ভারতের নাগরিক কিনা তা যাচাই করা।' এরপরই তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর কতিপয় বন্ধু মানুষদের নাগরিকত্বের প্রমাণ দিতে হয় না। অর্থনীতির বেশিরভাগটাই তাদের পকেটে চলে যায়। নোটবন্দির পর এর পরিমান দ্বিগুণ হয়েছে।'
আরও পড়ুন: ‘ভ্রাতৃঘাতী দ্বন্দ্বে দেশ এগোয় না’
গত রবিবার প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, দেশ কোনও ডিটেনশন ক্যাম্প নেই। তাঁর সরকার এই ধরনের কোনও ক্যাম্পের আদেশ দেয়নি। আরবার নকশালরা মিথ্যা প্রচার করে মুসলমানদের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরপর, গত পরশু রাহুল টুইটে আসামের ডিটেনশন ক্যাম্পের ভিডিও শেয়ার করেন। সেখানেই তিনি লেখেন, 'ভারত মাতাকে মিথ্য বলছেন আরএসএসের প্রধাননমন্ত্রী।' টুইটের প্রতিবাদ করে রাহুলকে 'মিথ্যাবাদী' বলে তোপ দাগে বিজেপি। এদিন সেই প্রসঙ্গেই রাহুল বলেন, ''প্রধানমন্ত্রী বলছেন দেশে ডিটেনশন ক্যাম্প নেই। আমি টুইটে ভিডিও দিয়েছি। তাতেই প্রমাণিত কে মিথ্যাবাদী।'
সিএএ-এনআরসি-র প্রতিবাদে এএদিনও দেশের বিভিন্নপ্রান্তে বিক্ষোভ দেখা গিয়েছে। চেন্নাইয়ে প্রতিবাদ ব়্যালি করে তামিলনাড়ু তাউহিদ জামাত নামে অরাজনৈতিক এক সংগঠন। 'সেভ কনস্টিটিউশন-সেভ ইন্ডিয়া'র দাবিতে প্রতিটি রাজ্যে এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কর্মসূচি পালন করে কংগ্রেস।
Read the full story in English