Advertisment

কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে দিল্লিতে মূল অভিযুক্তের আইনজীবীর বৈঠক! ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দুর

বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Police can not arrest suvendu adhikari, ordered by calcutta highcourt

বড় স্বস্তি শুভেন্দুর।

ভয়ঙ্কর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টুইটারে শুভেন্দু জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের বর্তমান এক বিচারপতি দিল্লিতে আদালতে বিচারাধীন এক মামলায় অভিযুক্তের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এপ্রসঙ্গে ব্যাখ্যা চেয়েছেন তিনি। তবে আইনজীবী বা উল্লেখিত মামলার বিষয়, অথবা মূল অভিযুক্তকে নিয়ে কোনও কথা জানাননি বিরোধী দলনেতা।

Advertisment

টুইটারে শুভেন্দু লিখেছেন, 'কলকাতা হাইকোর্টের বর্তমান এক বিচারপতির সঙ্গে আদালতে বিচারাধীন মামলায় বড় কেলেঙ্কারিতে মূল অভিযুক্তের আইনজীবী সাক্ষাৎ করেছেন। এমন একটি প্রতিবেদন প্রকাশিত, যা উদ্বেগের। দ্রুত এর ব্যাখ্যা প্রয়োজন। গণতন্ত্রের স্বার্থে বিচারবিভাগের স্বাধীনতা-নিরপেক্ষতা আপোসযোগ্য নয়।'

কয়েক সপ্তাহ আগেই দেশের সলিসিটার জেনারেল তুষার মেহেতার বাড়িতে শুভেন্দু অধিকারীর যাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। প্রতিবাদে সোচ্চার হয়েছিল তৃণমূল। নারদ মামলায় অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী। ওই মামলারই তদন্তকারী সংস্থা সিবিআই-য়ের পক্ষে লড়ছেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা। তৃণমূলের অভিযোগ, মামলাকে প্রভাবিত করতেই সলিসিটার জেনারেলের বাড়ি গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। একটি ভিডিও প্রকাশ করা হয়। এই ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুষার মেহেতাকে সলিসিটার জেনারেলের পদ থেকে অপসারণের চিঠি দেয় তৃণমূল। এই ইস্যুতে শুভেন্দু অধিকারী দাবি করেন যে, তাঁর সঙ্গে সলিসিটার জেনারেলের সাক্ষাৎ হয়নি। অন্যদিকে তুষার মেহেতা জানান, বাড়িতে এলেও শুভেন্দুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি।

এবার পাল্টা কলকাতা হাইকোর্টের এক বিচারপতির সঙ্গে ওই আদালতে বিচারাধীন একটি মামলায় মূল অভিযুক্তের আইনজীবীর সাক্ষাতের অভিযোগ তুলে ধরলেন নন্দীগ্রামের বিধায়ক। এখন দেখার এই অভিযোগ কোন খাতে মোড়া নেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari opposition leader Suvendu Adhikari Calcutta High Court
Advertisment