scorecardresearch

‘পুলওয়ামা মন্তব্যের পর এটা হওয়ারই ছিল’! সত্যপাল মালিকের তলব নিয়ে মোদীকে নিশানা কংগ্রেসের

আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই তলবের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

Satya Pal Malik, Satya Pal Malik CBI summons, Satya Pal Malik bribery case, Satya Pal Malik on Pulwama attack, Pulwama attack, Satya Pal Malik news, indian express"
‘পুলওয়ামা মন্তব্যের পর এটা হওয়ারই ছিল’! সত্য পাল মালিককের তলব নিয়ে মোদীকে নিশানা কংগ্রেস-আপের

সিবিআইয়ের সমন পেয়ে কী বললেন সত্যপাল মালিক? কংগ্রেস ও দিল্লি মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও সিবিআই তলব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে সিবিআই সমন পাঠিয়েছে এবং সিবিআই সমন নিয়ে তাঁর প্রতিক্রিয়াও সামনে এসেছে। তিনি বলেছেন সিবিআই তাকে কিছু প্রশ্নের উত্তর দিতে সিবিআই অফিসে হাজির হতে বলেছে। সত্যপাল মালিক বলেছেন যে তিনি কিছু ব্যাখ্যার জন্য সময় চেয়েছেন এবং এবং সিবিআই তা মঞ্জুর করেছে। এদিকে কংগ্রেস এবং আম আদমি পার্টি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের তলব নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিক বলেন, আমি রাজস্থান যাচ্ছি, তাই আমি তাদের ২৭ থেকে ২৯ এপ্রিলের মধ্যে সিবিআইকে সময় দিয়েছি। গত বছর কথিত কেলেঙ্কারির বিষয়ে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।

আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “পুরো দেশ আপনার সঙ্গে আছে। আপনি অনেক সাহস দেখিয়েছেন স্যার। সে কাপুরুষ, সিবিআই-এর আড়ালে লুকিয়ে আছে। এই মহান দেশে যখনই কোন সংকট এসেছে, আপনার মতো মানুষ সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন। সে অশিক্ষিত, দুর্নীতিবাজ, বিশ্বাসঘাতক। সে আপনার সঙ্গে লড়াই করতে পারবেন না আপনি এগিয়ে যান স্যার, আপনার জন্য আমরা গর্বিত”।

অন্যদিকে কংগ্রেস ট্যুইটারে মালিকের তলব নিয়ে মোদীকে আক্রমণ করে লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদী আর নিজেকে আটকে রাখতে পারলেন না। ওঁর সব কথা ফাঁস করে দিয়েছেন সত্যপাল মালিক। এবার সিবিআই ওঁকে ডেকে পাঠাল। এটা তো হওয়ারই কথা ছিল।’   

আসলে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্য পাল মালিককে কাশ্মীরে রাজ্য সরকারি কর্মীদের জন্য রিলায়েন্স বিমা মামলা নিয়ে তাঁকে আগামী ২৮ এপ্রিল জিজ্ঞাসাবাদ করতে চায়। কিছু দিন আগেই ২০১৯-এর পুলওয়ামা হামলা নিয়ে তাঁর মন্তব্য দেশজুড়ে তোলপাড় ফেলেছিল।  

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Called by cbi in jk insurance case says former governor malik