Advertisment

মোদী পোশাক দেখেই চিনতে পারছেন, চরম বিতর্ক দেশজুড়ে

'টিভিতে, ছবিতে পোশাক দেখেই চেনা যাচ্ছে কারা অশান্তি করছেন।' প্রধানমন্ত্রীর অভিযোগ, 'কংগ্রেসের নেতা-কর্মীরা অশান্তির আগুন ছড়াচ্ছে। কেউ যখন ওদের কথা শুনছে না, তখনই অশান্তি পাকানোর চেষ্টা করছে ওরা।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী মোদী

পোশাক দিয়ে যায় চেনা। প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। অশান্ত উত্তর পূর্ব ভারত। ইতিমধ্যে আসামে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভের আঁচ লেগেছে বাংলার বুকেও। হাওড়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুরে গত চারদিন ধরে তীব্র প্রতিবাদ আন্দোলন চলছে। রবিবার ঝাড়খণ্ডের দুমকায় প্রচারে গিয়ে বিক্ষোভাকারীদের বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতির জন্য কংগ্রেস ও তার সহযোগী দলগুলিকে কাঠগড়ায় তোলেন তিনি। সুর চড়িয়ে কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের তুলনা টানেন মোদী। বিরোধীদের উস্কানিতেই বিক্ষোভ হিংসাপূর্ণ হয়ে উঠছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।

Advertisment

প্রধানমন্ত্রীর ভাষণে বারংবারই নাগরিকত্ব আইনের প্রসঙ্গও উঠে আসে। তাঁর কথায়, 'অসমের মানুষজন শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ জানাচ্ছেন। যারা অশান্তি পাকাচ্ছেন তাদের থেকে দূরে থাকার জন্য অভিনন্দন অসমবাসীকে।' এরপরই নরেন্দ্র মোদী বলেন, 'টিভিতে, ছবিতে পোশাক দেখেই চেনা যাচ্ছে কারা অশান্তি করছেন।' প্রধানমন্ত্রীর অভিযোগ, 'কংগ্রেসের নেতা-কর্মীরা অশান্তির আগুন ছড়াচ্ছে। কেউ যখন ওদের কথা শুনছে না, তখনই অশান্তি পাকানোর চেষ্টা করছে ওরা।'

'৩৭০ ধারার প্রত্যাহার, অযোধ্যা মামলার রায় নিয়ে একটি রাজনৈতিক দল পাকিস্তানের মতো আচরণ করছে। বিদেশে ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানের তরফে বিক্ষোভ দেখানো হয়েছে। দেশেও কিছু রাজনৈতিক দল সেই একই আচরণ করছে।' প্রাচারে কংগ্রেসকে করে এই অভিযোগই করেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন: LIVE: কলকাতার রাজপথে মমতার মহামিছিল শুরু

গত সোমবারই লোকসভায় পাস হয়েছে ক্যাব। পরে, বুধবার ওই বিল পাস হয় রাজ্যসভায়। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি সাক্ষর করেন বিলে। ফলে নাগরিকত্ব সংশোধনী বিলটি বর্তমানে আইনে পরিণত হয়েছে। এই আইন অনুশারে ২০১৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রীষ্টান ও পারসি সম্প্রদায়ের মানুষ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্থান থেকে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই তিন দেশই মুসলিম প্রধান দেশ। তাই সেদেশে বিভিন্ন কারণে অত্যাচারিত এই ছয় সম্প্রদায়ের সংখ্যালঘুরাই এই সুবিধা পাবেন। নয়া আইনে মুসলমানদের বাদ রাখা হয়েছে, এমনটাই জানিয়েছে কেন্দ্র। তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, এর ফলে ভারতীয় মুসলমানদের কোনও ভয়ের কারণ নেই। তাদের অস্তিত্ব ঘিরে কোনও প্রশ্ন নেই।

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের আচরণেই স্পষ্ট আমরা যে আইন এনেছি তা সঠিক। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। তাই আপনাদের আন্দোলন ধোপে টিঁকবে না।'

Read  the full story in English

PM Narendra Modi
Advertisment