টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে এবার বড় বিপাকে মহুয়া। তৃণমূল সাংসদের সংসদ পদ কী তবে বাতিল হতে চলেছে? এই নিয়েই চলছে তুমুল জল্পনা। সূত্রের খবর, সংসদের এথিক্স কমিটি তার রিপোর্টে মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করা হয়েছে।
সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে অভিযুক্ত TMC সাংসদ মহুয়া মৈত্রের অস্বস্তি আরও খানিকটা বাড়তে চলেছে। এথিক্স কমিটি তদন্ত শেষে রিপোর্ট জমা দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৫০০ পৃষ্ঠার এই রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের দাবি জানানো হয়েছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে মহুয়া মৈত্র যা করেছেন তা অত্যন্ত আপত্তিকর, অনৈতিক। কমিটির রিপোর্টে TMC সাংসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিষয়টির আইনি ও প্রাতিষ্ঠানিক তদন্তেরও সুপারিশ করা হয়েছে।সূত্রের খবর অনুসারে, ২ শে নভেম্বরের এথিক্স কমিটিএ সামনে মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিপ্তে প্রশ্ন বিকৃত করার অভিযোগে এথিক্স কমিটি বহুজন সমাজ পার্টি (বিএসপি) সাংসদ দানিশ আলীর আচরণেরও নিন্দা করেছে।
রিপোর্টে বলা হয়েছে, মহুয়া মৈত্র তার লগইন এবং পাসওয়ার্ড একজন অননুমোদিত ব্যক্তি, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির সঙ্গে শেয়ার করেছেন এবং বিনিময়ে অর্থ ও অন্যান্য উপহার নিয়েছেন। এটি একটি গুরুতর বিষয় এবং এর জন্য কঠোর শাস্তি হওয়া উচিত। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই প্রতিবেদনটি সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া হবে এবং আলোচনার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এথিক্স কমিটির সামনে হাজির হতে পারেন মহুয়া মৈত্র।
২রা নভেম্বর, মহুয়া মৈত্র যখন এথিক্স কমিটির সামনে হাজির হয়েছিলেন, বৈঠকের পরে, তিনি কমিটির বিরুদ্ধে অনৈতিক এবং ব্যক্তিগত প্রশ্ন করার অভিযোগ করেছিলেন। কমিটির চেয়ারপার্সন বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকর মহুয়া মৈত্রকে দর্শন হিরানন্দানির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন। এছাড়া জয় অনন্ত দেহদ্রাইকে নিয়েও প্রশ্ন উঠেছে। জয় অনন্ত দেহ্রাই মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই-এর কাছে অভিযোগ করেছিলেন। এর পরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেছিলেন।
সিবিআই তদন্তের দাবি
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এথিক্স কমিটি। নিশিকান্ত দুবে লিখেছেন, অভিযোগের ভিত্তিতে, এথিক্স কমিটি মহুয়া মৈত্রের দুর্নীতির এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযোগ, মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী মোদী এবং শিল্পপতি গৌতম আদানিকে টার্গেট করে সংসদে প্রশ্ন করেছিলেন। এছাড়াও, মহুয়া মৈত্রর বিরুদ্ধে তার লগইন পাসওয়ার্ড দর্শন হিরানন্দানির সঙ্গে শেয়ার করার অভিযোগ রয়েছে।