Foreign Minister S. Jaishankar: সন্ত্রাসবাদকে ক্যান্সারের সঙ্গে তুলনা। ক্যান্সার যেভাবে গোটা শরীরকে গ্রাস করে ঠিক সেভাবেই সন্ত্রাসবাদ পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থাকে গ্রাস করছে বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সীমান্ত সন্ত্রাসে মদতের কারণে পাকিস্তান প্রতিবেশী দেশগুলি থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। শনিবার সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে ফের নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি তিনি বলেন, 'সমগ্র উপমহাদেশের স্বার্থে, পাকিস্তানের এই মনোভাব ত্যাগ করা উচিত'।
জয়শঙ্কর বলেন, "সীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য পাকিস্তান প্রতিবেশী দেশগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।" সন্ত্রাসবাদের এই ক্যান্সার এখন সেদেশেরই রাজনৈতিক ব্যবস্থাকে গ্রাস করছে।" তিনি আরওও বলেন, তিনি বলেন, আত্মনির্ভর ভারত, উন্নত ভারতের সঙ্গে অনেক দেশ সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা চালাচ্ছে। বিদেশমন্ত্রী আরও বলেন, অনেক দেশ ভারতের সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহ দেখাচ্ছে ।
ভারত-চিন সম্পর্কে তিনি বলেন, ২০২০-এর পরবর্তী সীমান্ত পরিস্থিতি থেকে উদ্ভূত জটিলতা থেকে সম্পর্কের দীর্ঘমেয়াদী উন্নয়নের বিষয়ে আরও চিন্তাভাবনা করা দরকার। শেষে তিনি ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তিনটি শব্দে বর্ণনা করেন - পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং আগ্রহ।