Punjab: সিধুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। যে কোনও আত্মত্যাগ করব, কিন্তু সিধুকে মুখ্যমন্ত্রী হতে দেব না। এভাবেই হুঙ্কার ছাড়লেন ক্যাপ্টেন। তাঁর অভিযোগ, ‘রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক নভজ্যোত সিং সিধু।‘
সম্প্রতি সিধু বনাম ক্যাপ্টেন ঠাণ্ডা লড়াইয়ে উত্তপ্ত হয়েছিল পঞ্জাবের রাজনীতি। বিধানসভা ভোটের আগে ঘর গুছোতে তাই মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানো হয় ক্যাপ্টেনকে। তাঁর জায়গায় দলিত মুখ চরণজিত সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করেছে কংগ্রেস হাইকমান্ড।
এবার তাই ক্ষোভ আর চেপে রাখলেন না অমরিন্দর। প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুকে আগামি ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হলে, তিনি রুখে দাঁড়াবেন। এদিন এমন হুঁশিয়ারি দিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
তাঁর দাবি, ‘২০২২-এর ভোটে সিধুর বিরুদ্ধে কড়া প্রতিপক্ষ দাঁড় করিয়ে তাঁর হার নিশ্চিত করবেন।‘ এভাবে ঘুরিয়ে কংগ্রেস নেতৃত্বকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ক্যাপ্টেন।
তবে গান্ধি পরিবারের প্রতি আনুগত্য দেখিয়ে অমরিন্দরের দাবি, ‘আমি তিন সপ্তাহ আগেই সনিয়াজিকে পদত্যাগ পত্র পাঠিয়েছিলাম। কিন্তু উনি আমাকে কাজ চালিয়ে যেতে বলেছিলেন। যদি উনি আমাকে ফোনে পদত্যাগ করতে বলতেন, আমি তাই করতাম। আমি রাজনীতি ছাড়ব জিতে, পরাজিত সৈন্য হিসেবে নয়।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন