Advertisment

'অবৈধ' মন্তব্যে FIR দায়ের, তেড়েফুঁড়ে শিন্ডে সরকারের বিরুদ্ধে 'বিদ্রোহ' ঘোষণা

এফআইআর দায়ের প্রসঙ্গে শিন্ডে সরকারকে কাঠগড়ায় তুলেছেন সঞ্জয় রাউত।

author-image
IE Bangla Web Desk
New Update
Shiv Sena,Sanjay Raut,Maharashtra,Nashik,FIR

বড় বিপাকে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে এক ভাষণে তিনি শিণ্ডে সরকারের বিরুদ্ধে 'অবৈধ' ভাবে কুর্সিতে বসার অভিযোগ তোলেন, তার এই বক্তব্যের প্রেক্ষিপ্তে এফআইআর দায়ের করা হয়েছে। নাসিক পুলিশ রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে IPC-এর 505(1)(B) ধারায় মামলা দায়ের করেছে।

Advertisment

নাসিক সিটি পুলিশ জানিয়েছে যে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত দু'দিন আগে একটি সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে এক বিবৃতি দিয়ে বলেছিলেন যে সরকার অবৈধ এবং সরকারের উচিৎ নিয়ম অনুসরণ করা। তার সেই বক্তব্যের ভিত্তিতে নির্দিষ্ট অভিযোগে পুলিশ আইপিসি ধারা 505(1)(বি) এর অধীনে একটি মামলা দায়ের করেছে।

এদিকে এফআইআর দায়ের প্রসঙ্গে শিন্ডে সরকারকে কাঠগড়ায় তুলেছেন শিবসেনা (ইউবিটি) মুখপাত্র এবং সাংসদ সঞ্জয় রাউত। শুক্রবার রাজ্যের আমলাতন্ত্র এবং পুলিশকে একহাত নিয়ে তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সরকারের আদেশ বা নির্দেশ অনুসরণ না করার আহ্বান জানিয়েছেন।

এবিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে তিনি সরকারকে 'অসাংবিধানিক ও অবৈধ' বলে অভিহিত করেছেন। রাউত বলেন,' সুপ্রিম কোর্টের সিদ্ধান্তেই এই দিকটি খুব স্পষ্ট। এই 'অবৈধ' সরকারকে তিন মাসের মধ্যে গদিচ্যুত হতে হবে। আমরা ১৬ জন বিধায়কের অযোগ্যতার বিষয়ে স্পিকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি, কিন্তু সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পুরো সরকারকে অবৈধ ঘোষণা করেছে। বাকি ২৪ জন বিধায়ককেও এখন অযোগ্য ঘোষণা করা হবে'।

Sanjay Raut
Advertisment