Advertisment

'হাস্যকর এবং নির্লজ্জ'! মহুয়াকে চূড়ান্ত কটাক্ষ পদ্মশিবিরের

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ফের আদানি ইস্যুতে বিজেপিকে নিশানা করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra alleged that the central government is trying to hack her iPhone

বাঁদিক থেকে নরেন্দ্র মোদী, মহুয়া মৈত্র ও অমিত শাহ।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপির বিরুদ্ধে মিথ্যা গল্পের মাধ্যমে মহিলা সাংসদকে সংসদ থেকে বহিষ্কারের চেষ্টা করার অভিযোগ করেছেন৷ এদিকে মহুয়ার দাবিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

Advertisment

রবিবার (৫ নভেম্বর) তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র লোকসভার এথিক্স কমিটির প্যানেলের প্রধান বিনোদ সোনকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি যখন ২ নভেম্বর টাকার বিনিময়ে প্রশ্ন কেলেঙ্কারির বিষয়ে প্যানেলের সামনে হাজির হন, তখন তাকে ব্যক্তিগত এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছিল।

মৈত্র ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে একটি মিথ্যা গল্পের মাধ্যমে মহিলা সাংসদকে সংসদ থেকে বহিষ্কারের চেষ্টার অভিযোগ করেন। পাশাপাশি সতর্ক করে বলেন, প্যানেলের কার্যধারার সম্পূর্ণ প্রতিলিপি তার কাছে রয়েছে যাতে চেয়ারম্যানের করা ঘৃণ্য, অপ্রাসঙ্গিক প্রশ্নগুলি অন্তর্ভুক্ত রয়েছে। বিরোধীদের প্রশ্ন এবং তাদের বিরোধিতা সবই তার রেকর্ডে আছে।

পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ফের আদানি ইস্যুতে বিজেপিকে নিশানা করেন। ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারির জন্য আদানির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে বলেও সরব হন তিনি। এর আগে মৈত্র আদানি গ্রুপের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন।

নিশিকান্ত দুবের খোঁচা
বিজেপি নেতা নিশিকান্ত দুবে এ নিয়ে মৈত্রকে কটাক্ষ করেছেন। দুবে মহুয়া মৈত্র'র এই সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছেন৷
তিনি তা শেয়ার করে মহুয়াকে কটাক্ষ করে বলেন, 'এর আগে মহুয়া মৈত্র আদানির বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন এবং আজ তিনি ১ লাখ ৩০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে লিখছেন, আপনি কি সত্যিই ভয় পাচ্ছেন'?

তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেন ওম বিড়লা
দুবে সম্প্রতি মহুয়া মৈত্রর বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে আদানি গোষ্ঠীর বিষয়ে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগ করেছিলেন। এর পর লোকসভার স্পিকার ওম বিড়লা বিষয়টি তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেন।
একটি হলফনামায়, দর্শন হিরানন্দানি দাবি করেছিলেন যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাকে তার লগইন অ্যাকসেস দিয়েছিলেন অফিসিয়াল ওয়েবসাইটে প্রশ্ন পোস্ট করার অনুমতি দিয়েছিলেন এবং বিনিময়ে তিনি তার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। একই সঙ্গে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন মৈত্র। যদিও মহুয়া মৈত্র স্বীকার করেছেন যে তিনি হিরানন্দানিকে তার লগইন পাসওয়ার্ড শেয়ার করেছেন।

Mohua Moitra
Advertisment