scorecardresearch

SSC দুর্নীতি: অনেক তথ্যই অজানা, পার্থকে ফের ডাকল CBI

নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই একবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

wb ssc scam Partha Partha Chatterjee Arpita mukherjee ed updates
বেজায় ফাঁপড়ে পার্থ চট্টোপাধ্যায়।

অনেক তথ্যই অজানা রয়ে গিয়েছে, আরও তথ্যের প্রয়োজন, ফের তলব পার্থ চট্টোপাধ্যায়কে। আগামী সপ্তাহে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হাজিরার নির্দেশ দিল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসসি নিয়োগে দুর্নীতি ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমবার জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য হাতে এসেছে। তবে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর মিলছে না। সেই কারণেই দ্বিতীয়বারের জন্য রাজ্যের এই মন্ত্রীকে ডেকে পাঠিয়েছে সিবিআই।

এদিকে এসএসসি দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজই পার্থর সেই আবেদনের শুনানির সম্ভাবনা শীর্ষ আদালতে। সিবিআই জিজ্ঞাসাবাদ এড়াতে মরিয়া মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে একবার তাঁকে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই গোয়েন্দারা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

আরও পড়ুন- DA মামলায় বড়সড় ধাক্কা রাজ্যের, যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবারই ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে ডিভিশন বেঞ্চ পার্থর আবেদনে ত্রুটি থাকার কথা জানিয়ে মামলা শোনেনি। এরপর বৃহস্পতিবার সকালে আবারও ডিভিশন বেঞ্চে একই আবেদন করেন পার্থ। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এই মামলা থেকে অব্যাহতি নিয়ে নেন।

ঘোরতর সমস্যার মুখোমুখি হন তৃণমূলের মহাসচিব। জট কাটাতে আসরে নামতে হয় প্রধান বিচারপতিকে। শেষমেশ তাঁর হস্তক্ষেপে পার্থ-মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। আজ সকালে এই মামলারও শুনানির সম্ভাবনা রয়েছে। এর মাঝে এবার পার্থকে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আগামী সপ্তাহে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Cbi again summoned partha chatterjee in ssc recruitment scam case