scorecardresearch

দিল্লির উপমুখ্যমন্ত্রী ধৃত, সিবিআইয়ের হাতে গ্রেফতার মণীশ সিসোদিয়া

শায়েরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ।

Manish Sisodia
সিবিআই দফতরে প্রবেশের মুখে মণীশ সিসোদিয়া।

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আবগারি দুর্নীতি মামলায় তদন্ত করছিল সিবিআই। এনিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই মোদী সরকারের সংঘাত চলছিল। আপের অভিযোগ, দিল্লির বিরোধী দলের সরকারকে বিপাকে ফেলতেই মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে চক্রান্ত করছে মোদী সরকার। আর, সেই চক্রান্তের অঙ্গ হিসেবেই সিবিআইকে কাজে লাগাচ্ছে কেন্দ্র।

আরও পড়ুন- কনরাড যাই বলুন, ২৭-এ ‘সোনার কেল্লা’ই দেখছেন মুকুল

রবিবার সেই আবগারি দুর্নীতি মামলাতেই মণীশ সিসোদিয়াকে বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সোমবার সকাল থেকেই চলছিল জিজ্ঞাসাবাদ। রবিবার সকাল ১১টা ১২ থেকে শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ। প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের শেষে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। সিসোদিয়াকে এই আবগারি দুর্নীতি মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগে গত ১৭ অক্টোবর একই মামলায় সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপর ২৫ নভেম্বর মামলার চার্জশিট পেশ করেছিল সিবিআই। তবে, সেই সময় চার্জশিটে সিসোদিয়ার নাম উল্লেখ করেননি সিবিআই আধিকারিকরা।

রবিবার সিবিআইয়ের সদর দফতরে হাজিরার পূর্বে সিসোদিয়া বলেন, ‘আমি কেজরিওয়ালকে বলতে চাই, আপনি চালিয়ে যান। জনসাধারণের জন্য এভাবেই লড়াই চালিয়ে যান। মোদীজি তো রাহুল গান্ধীকেও পরোয়া করেন না। তিনি কেবলমাত্র আপকেই ভয় পান। ওরা আমাকে জেলে ভরতে চায়। কিন্তু, আমরাও ভীত নই। আমরা লড়াই করব। কেজরিওয়ালই দেশের একমাত্র ভবিষ্যৎ।’

এদিকে মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পর শায়েরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপির সাংসদ গৌতম গম্ভীর। তিনি শায়েরিতে বলেন, ‘গুনাহ করকে কঁহা যাওগে গালিব, ইয়ে জমিন, ইয়ে আসমা, সব AAP হি কা তো হ্যায়।’ পালটা প্রতিক্রিয়ায় আপ এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছে। একইসঙ্গে এই গ্রেফতারিকে ষড়যন্ত্রের আখ্যা দিয়েছে। দলের শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল পরিষ্কার বলেছেন, দিল্লির সরকারকে স্তব্ধ করে দিতে এই গ্রেফতারির ষড়যন্ত্র করা হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Cbi arrests deputy cm manish sisodia