Advertisment

বিরোধী শিবিরে আরও অস্বস্তি, ঘোর বিপাকে লালু-পুত্র তেজস্বী যাদব

কেন্দ্রীয় এজেন্সির কড়া নজরে প্রসাদ পরিবার!

author-image
IE Bangla Web Desk
New Update
CBI chargesheets Bihar Dy CM Tejashwi Yadav in land-for-jobs case , তেজস্বী যাদব জমির বদলে চাকরি মামলা চার্জশিট সিবিআই

তেজস্বী যাদব

মহারাষ্ট্রে 'গৃহযুদ্ধ' লেগেছে শরদ পাওয়ারের এনসিপি-তে। এসবের মধ্যেই আগামী ১৭ ও ১৮ জুলাই সিমলাতে বিজেপি বিরোধী দলগুলোর জোটের বৈঠক ডেকেছে কংগ্রেস। ঠিক তার পরপরই বিজেপি বিরোধী শিবিরে অস্বস্তি! জমির বদলে চাকরি কেলেঙ্কারি মামলায় বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্ঝশিট জমা করল সিবিআই। তালিকায় নাম রয়েছে বিহারের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীরও।

Advertisment

জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় গত মার্চেই দিল্লি সহ দেশের ১৫ টি জায়গায় তল্লাশি চালায় ইডি । এই মামলার তদন্তের কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে লালুপ্রসাদের পুরো পরিবার। অভিযোগ, রেলে চাকরি দিয়ে ঘুষ হিসেবে অনেকের কাছ থেকে জমি নিয়েছিলেন যাদব পরিবারের সদস্যরা।

এই মামলায় এটি দাখিল করা দ্বিতীয় চার্জশিট। যাতে একে ইনফোসিস্টেম এবং বেশ কয়েকজন মধ্যস্বত্বভোগী সহ আরও ১৪ জনের নাম রয়েছে। এজেন্সির আধিকারিকদের মতে, প্রথম চার্জশিট দাখিলের সময় দুর্নীতিতে অভিযুক্তদের ভূমিকা সম্পূর্ণ উল্লেখ না থাকায় দ্বিতীয় চার্জশিট দাখিল করা হয়েছে।

চাকরির বদলে জমি মামলা আসলে কী?

সিবিআই-এর মামলায় মূলত অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত অর্থাৎ লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় বেশ কিছু জমি নিয়েছিলেন যাদব পরিবারের সদস্যরা। বদলে রেলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের মধ্যে রয়েছে লালুর মেয়ে মিশা ও হেমার নাম। ২০২২ সালের মে মাসে এই অভিযোগে একটি এফআইআর দায়ের হয়। তাতে ১২ জনের নাম ছিল, যাঁরা জমি দেওয়ার বিনিময়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। গত বছর এই মামলায় লালু প্রসাদের সহযোগী তথা প্রাক্তন ওএসডি ভোলা যাদবকে গ্রেফতার করে সিবিআই।

এই মামলায় সিবিআই-এর প্রথম চার্জশিটে মোট ১৬ জনের নাম ছিল। তাঁদের প্রত্যেককে ১৫ মার্চের মধ্যে তলব করা হয়েছিল। এরপর এদিন দেওয়া হল দ্বিতীয় চার্জশিট।

Lalu Prasad Yadav Tejashwi Yadav cbi
Advertisment